

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি আমাদের সাহিত্যকে এত সমৃদ্ধ করেছে যে বিশ্ব দরবারে আমাদের ভিন্ন পরিচয় এনে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী যে টার্গেট নিয়েছেন তা বাস্তবায়নে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী, সৃষ্টিসম্ভার আমাদের প্রেরণা দেবে। সে প্রেরণায় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বঙ্গবন্ধু’র স্বপ্ন ‘সোনার বাংলা’ উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করবো-কবিগুরুর শাহজাদপুরের কাছাড়িবাড়ি এসে সেটাই জানান দিচ্ছি।’
গতকাল শুক্রবার ( ১৫ অক্টেবর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি পরিদর্শন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি উপরোক্ত কথাগুলো বলেছেন।
এ সময় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পাহাড়, নদী, খাল, বিল, সমুদ্র, ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতত্ব, পুরাকীর্তি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তাদের জীবন মান, সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। তাহলে আরও বেশি বেশি পর্যটক আসবে। এ লক্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়, বাংলাদেশ ট্রুরিজম বোর্ড এবং পর্যটন কর্পোরেশন কাজ করে যাচ্ছে। শাহজাদপুরে কবিগুরুর স্মৃতিবিজড়িত ছোটনদীসহ সকল স্মৃতি সংরক্ষণে ও শাহজাদপুরকে অচিরেই পর্যটন শহর হিসেবে গড়তে সব ধরনের উদ্যোগ নেয়া হবে।’
এদিন বিকেলে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়িবাড়ি প্রাঙ্গণে পৌঁছালে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। কবিগুরুর কাছারিবাড়ি পরিদর্শন শেষে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, ইউএনও শাহ মো. শামসুজ্জোহা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, ওসি শাহিদ মাহমুদ খানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে শাহজাদপুর ত্যাগ করেন।
সম্পর্কিত সংবাদ

রাজনীতি
শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়
সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

শাহজাদপুর
শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩৪ বছর বয়সী তিন সন্তানের জননীকে জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার গাল...

রাজনীতি
২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...

পড়াশোনা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ
অনলাইন নিউজ ডেস্ক : ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’ এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের...

সিরাজগঞ্জ জেলার সংবাদ
৩ দিনে যমুনার কড়াল গ্রাসে দেড় শতাধিক ঘরবাড়ি : জনমনে আতংক
অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জে রাক্ষুসী যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। বর্না মৌসুম শুরু না হতেই গত ৩দিন যাবৎ সিরাজগঞ্জ...

জাতীয়
হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা
ডেস্ক রিপোর্ট : বৃহত্তর পাবনা জেলা পিস কমিটির চেয়ারম্যান সাইফুদ্দিন এহিয়ার নামে থাকা শাহজাদপুরে স্থাপিত বিভিন্ন শিক্ষা...