ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ১৪ মার্চ ২০২৪–২৬ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হওয়া এস এম মান্নান কচি শনিবার (২৪ আগস্ট) পদত্যাগ করেছেন। এরপর বিজিএমইএ বোর্ড অবশিষ্ট মেয়াদ পূর্ণ করতে রফিকুলকে সভাপতি নির্বাচিত করেছে।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিজিএমইএ বোর্ড টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফকে যথাক্রমে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করেছে।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বোর্ড সভা তখনো চলছিল।
বিজিএমইএ'র একজন নেতা বলেন, ব্যক্তিগত কারণ ও অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন মান্নান কচি। তবে বোর্ডে পরিচালক হিসেবে কাজ করবেন তিনি।
গত নির্বাচনে রফিকুল ইসলাম তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
এস এম মান্নান কচি ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। এ মাসের শুরুতে গণঅভ্যুত্থানে তার দল ক্ষমতাচ্যুত হয়।
এর আগে ২০ আগস্ট গত নির্বাচনে পরাজিত প্যানেল বর্তমান বোর্ডের বিলুপ্তি এবং সমিতির জন্য অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন তদারকি করতে একটি অন্তর্বর্তী কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল।
বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে প্যানেল অভিযোগ করে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিজিএমইএ নির্বাচনে অনিয়ম হয়েছে এবং তৎকালীন হাসিনা সরকারের দ্বারা নির্বাচন ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল।
প্যানেল নেতারা আরও অভিযোগ করেন, কচির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক ছিল এবং জুলাই–আগস্টে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর সাথেও জড়িত ছিলেন তিনি। রাজনৈতিক পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে গেছেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কচির বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।
তবে আলাপকালে মান্নান কচি কোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এবং ৪ আগস্ট থেকে তার ছেলের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন বলে দাবি করেছেন।
বিজিএমইএ-সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সংগঠনটির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানও একই ফ্লাইটে নিয়মিত মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরে গিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
অপ্রপ্রচারের বিরুদ্ধে বেলতৈল ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের পিআইসি ইউপি সদস্য নুরুল ইসলাম চান্নু, এলাকার বয়োজ্যেষ্ঠ মুরুব...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
পড়াশোনা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ
অনলাইন নিউজ ডেস্ক : ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’ এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের...
জাতীয়
নীলকরদের কুঠিবাড়ী থেকে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি//বর্তমানের রবীন্দ্র মিউজিয়াম - ১
"আলোর জন্য বই, বইয়ের জন্য আমরা" এই শ্লোগানকে সামনে রেখে 'দরিদ্র তারকা' নামে অনলাইন বুক... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
পড়াশোনা
শাহজাদপুরে অনলাইন বুক শপ ' দরিদ্র তারকা'র উদ্বোধন
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
