বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে উখিয়া কুতুপালংয়ের বখতিয়ার মেম্বারসহ দুই মাদক কারবারী নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ কর্মকর্তাসহ চার সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, দেশীয় তৈরি পাঁচটি এলজি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং প্রবাসী নুর হোসেনের আকাশী গাছের বাগানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উখিয়া কুতুপালং এলাকার মৃত কালা মিয়ার ছেলে বর্তমান উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ইউপি সদস্য মৌলভী বখতিয়ার উদ্দিন(৫৫) বখতিয়ার মেম্বার ও একই এলাকার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরের ব্লক- ই এর বাসিন্দা ইউসুফ আলীর ছেলে মোঃ তাহের (২৭)। আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই ফকরুজ্জামান, এএসআই মাজহারুল ইসলাম, কনেসটেবল শহিদুল ইসলাম, মোঃ হাবিব ও আবু হানিফ। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি জানান, বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একটি টিম কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি বখতিয়ার মেম্বার ও তাহেরকে গ্রেফতার করে থানায় আনা হয়। ব্যাপক জিজ্ঞেসাবাদে তাদের স্বীকারোক্তিতে ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সৌদি প্রবাসী নুর হোসেনের আকাশী গাছের বাগান এলাকায় মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অপরাপর সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পুলিশের চার সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। দু’দলের গোলাগুলির মাঝখানে পড়ে বখতিয়ার মেম্বার ও তাহের গুলিবিদ্ধ হয়। পরে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, ৫টি এলজি, ১৭রাউন্ড তাজা কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খালি খোসাসহ গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া প্রস্তুতি চলছে। বিডি-প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে উত্তাল শাহজাদপুর

জাতীয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে উত্তাল শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবিয়ান ও তাদের দাবীর সাথে একাত্মতা প্রকাশকারী

শাহজাদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সায়েম গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সায়েম গ্রেফতার

১৭ জানুয়ারি (শুক্রবার) শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সায়েমকে গ্রেফতার করেছে

যমুনার পানি বিপদসীমার ৭৩ সে.মি. উপরে, বিপাকে বানভাসিরা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

যমুনার পানি বিপদসীমার ৭৩ সে.মি. উপরে, বিপাকে বানভাসিরা

সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও তিস্তা...

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত : মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত : মহাসড়ক অবরোধ

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৮ বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোনো

শাহজাদপুরে সপ্তাহ ব্যাপী অনুর্ধ-১৮ ক্রিকেট প্রতিভা অন্বেষণ-২০১৬ উদ্বোধন

খেলাধুলা

শাহজাদপুরে সপ্তাহ ব্যাপী অনুর্ধ-১৮ ক্রিকেট প্রতিভা অন্বেষণ-২০১৬ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে সপ্তাহ ব্যাপী অনুর্ধ ১৮ ক্রিকেট প্রতিভা অন্বেষণ-২০১৬ গতকাল...