নতুন নির্মিত একটি সেতু উদ্বোধন করা হবে। এই আয়োজন ঘিরে চারপাশে সাজ সাজ রব। স্থানীয় গ্রামবাসীরও উৎসাহের কমতি নেই। আয়োজন করা হয়েছে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের। সরকারি কর্মকর্তারা এসেছেন। জড়ো হয়েছেন আশপাশের মানুষ। ফিতা কেটে সেতুটি উদ্বোধন করার মুহূর্তে বাধে বিপত্তি। হুড়মুড় করে ভেঙে পড়ে নতুন সেতুটি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে ঘটনাটি।
বিচিত্র এ ঘটনা ঘটেছে গত সপ্তাহে, আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি গতকাল বুধবার এ ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ঘটনাটি কঙ্গোর কোথায় ঘটেছে, তা জানা যায়নি। ওই ভিডিওতে দেখা যায়, ছোট একটি সেতুর ওপর কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন। সবার মধ্যখানে একজন নারী ছিলেন। তিনিই এই আয়োজনের মধ্যমণি, স্থানীয় সরকারি কর্মকর্তা। ওই নারী কাঁচি দিয়ে লাল ফিতা কেটে সেতুটি উদ্বোধন করেন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে সেতুটি হুড়মুড় করে দুই টুকরা হয়ে ভেঙে পড়ে।
ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ছুটে এসে তাঁকে নিরাপদে সরিয়ে নেন। তবে উদ্বোধনী আয়োজনে সেতুর ওপর থাকা অনেকেই পতন ঠেকাতে পারেননি। সেতু ভেঙে নিচে পড়েন তাঁরা।
এই ঘটনার ভিডিও ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। অনেকেই সরকারি কাজে গাফিলতির সমালোচনা করেছেন। টুইটারে ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, ‘ভিডিওটি দেখে মনে হচ্ছে, ওই লাল ফিতাটি পুরো সেতুটিকে বেঁধে রেখেছিল। ফিতা কাটার সঙ্গে সঙ্গে সেটি ভেঙে পড়েছে।'
সম্পর্কিত সংবাদ
পড়াশোনা
শাহজাদপুরে অনলাইন বুক শপ ' দরিদ্র তারকা'র উদ্বোধন
"আলোর জন্য বই, বইয়ের জন্য আমরা" এই শ্লোগানকে সামনে রেখে 'দরিদ্র তারকা' নামে অনলাইন বুক...
বিনোদন
টিকটককে বিদায় দিয়ে যা বললেন মিমি-নুসরত
উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দ...
আইন-অপরাধ
কারাগার কোথায় হবে, তা প্রশাসনের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
তিনি আরও যোগ করেন, “প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কাজ হলো মামলার প্রস্তুতি, প্রমাণ সংগ্রহ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা— কা...
রাজনীতি
‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু
শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জের প্রথম নারী জেলা প্রশাসক হলেন কামরুন নাহার
সিরাজগঞ্জ জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন বেগম কামরুন নাহার সিদ্দীকা। সদ্য বিদায়ী জেলা প্রশাস...
