মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
আমরা প্রথম থেকেই বলে আসছি, যাদের নিয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি গঠিত হলো, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা আগে সটাই যাচাই বাছাই করুন। এখনো আমরা ঐ দাবীতেই বহাল। মুক্তিযোদ্ধা সংসদ ইউনিয়ন, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রকৃত কাজ কি জানা নেই। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কিম্বা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রক্ষায় ও মুক্তিযোদ্ধাদের স্বার্থ রক্ষায় তাদের কোন ভূমিকা নেই। দীর্ঘ সময় ধরে মুক্তিযোদ্ধা সংসদ নামক কারখানায় তৈরী হয়েছে তৈরী হয়েছে, হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। সিংহভাগ ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে সংসদগুলোর নেতৃত্বে রয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা। কিছু কিছু উপজেলায় তারা তাদের নিজেদের আত্নীয় স্বজন, বন্ধুবান্ধব ও সমর্থকদের অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা বানিয়েছে। তারাই আবার ভোট দিয়ে মুক্তিযোদ্ধার নেতৃত্ব প্রতিষ্ঠা করে। ভুয়ারা সংখ্যায় বেশী সে কারনে কখনো প্রকৃত মুক্তিযোদ্ধারা সংসদের নেত্রীত্বে আসতে পারেনা। ভুয়ারা সংসদের নেত্রীত্বে থাকার কারনে তারাই বার বার যাচাই বাছাই কমিটির সদস্য নির্বাচিত হয়। আবার তারাই ভুয়া মুক্তিযোদ্ধা বানায়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সার্কুলার দিয়ে যাচাই বাছাই করে। কমিটি দেয় সংসদের নেতারা, অনুমোদন দেয় জামুকা। যতবার জাচাই বাছাই ততবার মুক্তিযোদ্ধা বারে। হায়রে দেশ! দেশের রাজনীতি! মুক্তিযোদ্ধার সঙ্গা তৈরী হয় মুক্তিযুদ্ধের ৪৫ বছর পর। তাহলে ৭১ সালে প্রতিষ্ঠিত যুদ্ধকালীন স্বাধীন বাংলাদেশের ঘোষিত সরকার কোন সঙ্গার ভিত্তিতে মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ, অস্ত্র এবং ১১ টি সেক্টরের অধীনে যুদ্ধকালীন সময়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন। যাদের সঙ্গা দিয়ে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে তারা কি রনাঙ্গনে স্বশস্ত্র যুদ্ধে অংশ গ্রহন করে মৃত্যুর জন্য শপথ নিয়ে ছিলেন? কোন রনাঙ্গনে কি তারা যুদ্ধে অংশ গ্রহন করেছিলেন? তবে ঢালায় ভাবে সবাইকে কেন বীর মুক্তিযোদ্ধা সঙ্গায় ভূষিত করা হচ্ছে? ৪৫ বছর পর সঙ্গা দিয়ে মুক্তিযোদ্ধা বানানো যতটা সহজ, মুক্তিযুদ্ধকালীন পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করাটা ততোটাই কি সহজ ছিল? রাজনৈতিক বিবেচনায় যে দল যখন ক্ষমতায় এসেছেন তারা তাদের মত করে মুক্তিযযোদ্ধা বানিয়েছেন, বানাচ্ছেন। তারা কি কখনো ভেবেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসের গৌরবটা তারা কিভাবে ধ্বংস করছেন? রাজাকার ভুয়াদের যদি আপনারা মুক্তিযোদ্ধা তালিকায় স্থানদিয়ে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলেন, তাহলে কি ইতিহাসে বঙ্গবন্ধু থাকে? জাতির জনক থাকে? বঙ্গবন্ধু কি আপনাদের কানে কানে বলে গিয়েছিলেন, আমার মৃত্যুর পর তোমরা সঙ্গা দিয়ে মুক্তিযোদ্ধা বানিও। রাজাকারকে যদি মুক্তিযোদ্ধা বানান তার কি সঙ্গা হবে তবে সেটিও বলুন। ভুয়া স্বাধীনতা বিরোধী ও রাজনৈতিক বিবেচনায় যাদের মুক্তিযোদ্ধা বানানো হয়েছে, হচ্ছে তাদের কি সঙ্গায় সঙ্গায়িত করা হবে সটাও নির্ধারন করুন। আমরা স্বশস্ত্র মুক্তিযোদ্ধারা বাঘে মহিষে একঘাটে পানি খেতে চাইনা। আমাদেরকে ভাতা, কোটা ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনা আমাদের সম্মানীত করেছেন। সেই সম্মানকে আপনারা ভুয়াদের, রাজাকারদের দেবেন সেটা আমরা বেঁচে থাকতে মেনে নিতে পারিনা। লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায়। গ্রামের সাধারণ মানুষ প্রকৃত মুক্তিযোদ্ধাদের চেনে, আবার ভুয়াদেরও চেনে। আপনার চেনেন না বা চেনার চেষ্টাও করেন না। আপনাদের এতো বড় শক্তিশালী প্রসাশন যন্ত্র থাকতে আপনার যাচাই বাছাই কালে প্রকৃত মুক্তিযোদ্ধাদের দিয়ে যাচাই বাছাই না করে সংসদের নেতা নির্ভর হন কেন? প্রয়োজনে গ্রামে গ্রামে গিয়ে গোপনে অনুসন্ধান চালান। গ্রামের লোকেই বলে দেবে কে আসল, কে নকল মুক্তিযোদ্ধা। যদি আপনারা ভোটের জন্য জগাখিচুরি করেন তবে আগামিদিনে ইতিহাসের কলঙ্কের দায়ভার আপনাদেরকেই বহন করতে হবে। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে চেচামেচি করলেও ইতিহাস ভিন্ন কথা বলবে। বঙ্গবন্ধু কবর থেকে উঠে এসে আপনাদেরকে ইতিহাসের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করবেনা। অতএব সময় থাকতেই সাধূ সাবধান হোন। - বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশার(এফ এফ নং-৮৭৬৮)

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী বহুমুখী উচ্চ বিদ্যা...

শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ

আইন-আদালত

শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ

এমএ হান্নান, কোর্ট রিপোর্টার : আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের শাহজাদপুর বন্যায় প্লাবিত উপজেলা...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে গত বৃহস্পতিবার রাতে লোকনাট্য উৎসবের আয়োজন করা হয় । শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর...

শাহজাদপুরে চলছে মখদুমিয়া জামে মসজিদের উন্নয়নের কাজ

শাহজাদপুর

শাহজাদপুরে চলছে মখদুমিয়া জামে মসজিদের উন্নয়নের কাজ

মোঃ শফিকুল ইসলাম ফারুক : প্রায় সাড়ে আট শত বছরের পুরাতন হযরত মখদুম শাহ্দৌলা শহীদ ইয়েমেনী (রহঃ) এর পবিত্র মাজার সংলগ্ন মখদ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...