রবিবার, ০২ নভেম্বর ২০২৫
মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর: টানা ১৯ দিনের অবরোধে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মাঠে না থাকায় শাহজাদপুরে হরতাল-অবরোধের কোন উত্তাপ নেই। দলীয় কোন কর্মকান্ড না থাকায় সব কিছু চলছে স্বাভাবিক গতিতে। ফলে শাহজাদপুরে হরতাল অবরোধে কোন সহিংস ঘটনা ঘটেনি। এমন কি পিকেটিং ও পেট্রোল বোমা হামলার মতো কোন অপ্রীতিকর ঘটনা এ পর্যন্ত ঘটেনি। ব্যবসা বানিজ্য ও যানবহন চলছে নির্বিঘেœ। এতে কোন হতাহতের ঘটনাও ঘটেনি। প্রতিদিন দোকান পাট অফিস আদালত খোলা থাকছে। স্কুল কলেজ মাদ্রাসায় নিয়মিত চলছে পাঠদান ও ক্লাশ। সড়ক মহাসড়কে নসিমন,করিমন,সিএনজি,ভটবটি, মাইক্রো,পিকআপ ভ্যান,মিনি ট্রাক,ট্রাক,ট্যাংকলরী বিনা বাধায় হরহামেশা চলাচল করছে। দুরপাল্লার কোচ সরাসরি চলাচল না করলেও অভ্যান্তরিন রুটে বাস মিনিবাস চলছে স্বাভাবিকভাবে। টানা এই ১৯ দিনের অবরোধ চলাকালে মাত্র ১ দিন একটি মিছিল শহরে দেখা গেলেও বাকী ১৮ দিনই মাঠে নেতাকর্মীদের দেখা মেলেনি। খোজ নিয়ে জানা গেছে মাঠের রাজনীতি ছেড়ে স্থানীয় নেতারা নিজ নিজ ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। কিন্তু তাদের বিরুদ্ধে খর্গ নেমে আসার ভয়ে তারা এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। এ ব্যাপারে শাহজাদপুর পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নেতাদের মধ্যে আস্থা ও বিশ্বাস না থাকায় তাদের মধ্যে দলীয় সমন্বয় নেই। এছাড়া বছরের বেশীরভাগ সময় অধীকাংশ নেতা ঢাকায় অবস্থান করে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় দলীয় কোন কর্মসূচী পালন করা সম্ভব হচ্ছে না। শাহজাদপুর বিএনপির কতিপয় নেতা সরকার দলীয় নেতাদের সাথে লিয়াজো করে চলায় দলীয় কোন কর্মসূচীই পালিত হচ্ছেনা। এ পরিস্থিতির জন্য তিনি বলেন,শাহজাদপুরে বিএনপিই বিএনপির ক্ষতির জন্য যথেষ্ট। এর উদাহরন দিয়ে বলেন,মাঠ পর্যায়ের নেতারা কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচীতে মিছিল বের করলে তাদের উপর হামলা করা হয়। এ হামলায় অনেকেই আহত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আতংক ছড়িয়ে পড়েছে। এতে তারা দলীয় কর্মসূচীতে অংশ নিতে আগ্রহ দেখাতে সাহস পাচ্ছেনা। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি হোসাইন শহীদ মাহমুদ গ্যাদন বলেন, সিরাজগঞ্জের ট্রেন পোড়ানো মামলায় শাহজাদপুর বিএনপির সকল নেতা কর্মীকে আসামী করায় গ্রেফতার আতংকে তারা পালিয়ে ফিরছে। ফলে সকল কর্মসূচী পালন সম্ভব না হলেও মাঝে মধ্যে দলীয় কর্মসূচী পালন করা হচ্ছে। একেবারেই মাঠে নেই একথা ঠিক নয়। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরুর সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে এড়িয়ে যান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...

নীলকরদের কুঠিবাড়ী থেকে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি//বর্তমানের রবীন্দ্র মিউজিয়াম - ১

জাতীয়

নীলকরদের কুঠিবাড়ী থেকে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি//বর্তমানের রবীন্দ্র মিউজিয়াম - ১