রবিবার, ০২ নভেম্বর ২০২৫
যমুনা নদীর পানি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবল বৃষ্টিতে জেলার অভ্যন্তরীণ নদ–নদীতে পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় পানি ঢুকে পড়ছে নতুন নতুন এলাকায়। এতে আবারও প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, ঘরবাড়ি। গত তিনদিন ধরে যমুনার পানি বাড়তে থাকায় এবং টানা বৃষ্টিতে বানভাসি মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। দেখা দিয়েছে খাদ্যের সংকট। অনেক বসতবাড়ি পানিতে ডুবে রয়েছে। বাঁধে ও উঁচু জায়গায় আশ্রয় নেওয়া মানুষেরা রয়েছে চরম কষ্টে। নতুন-পুরোনো মিলে পানিবন্দী রয়েছে জেলার প্রায় আড়াই লাখ মানুষ। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী রণজিৎ কুমার জানান, আজ সন্ধ্যায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ দশমিক ০৫ মিটার রেকর্ড করা হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলায় বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে সাড়ে ৫৩ কিলোমিটার সড়ক ও বাঁধ এবং ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, চারটি ইউনিয়ন পরিষদ ভবন ও তিনটি কমিউনিটি ক্লিনিক। তলিয়ে গেছে ১৪ হাজার ১৩ হেক্টর জমির ফসল। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবদুর রহিম বলেন, চলতি বন্যায় জেলায় ৫১ হাজার পরিবারের প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছে। যমুনার সঙ্গে অভ্যন্তরীণ নদ–নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে পানিবন্দী হয়ে পড়ছে মানুষ। বন্যাকবলিত লোকদের জন্য ২৬৭ মেট্রিক টন চাল ও ৩ হাজার ৯৫০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সুত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...

নীলকরদের কুঠিবাড়ী থেকে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি//বর্তমানের রবীন্দ্র মিউজিয়াম - ১

জাতীয়

নীলকরদের কুঠিবাড়ী থেকে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি//বর্তমানের রবীন্দ্র মিউজিয়াম - ১