শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩ টি ইউনিয়নের প্রায় ১৫ টি গ্রামে পরপর কয়েকটি ডাকাতির ঘটনায় গ্রামবাসী ডাকাত আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে। এরপরেও ডাকাতির ঘটনা রোধ করা সম্ভব হচ্ছেনা। যখন যে গ্রামে পাহারা দূর্বল হচ্ছে সে গ্রামেই ডাকাতেরা হানা দিয়েছে। এ কারনে ওই সব গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা পালাক্রমে দল বেধে বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে রাত জেগে গ্রামে এ পাহারার ব্যবস্থা করছেন। বারুহাঁস গ্রামের আলাউদ্দিন ও বস্তুল গ্রামের শফি মিয়া জানান, ডাকাতেরা দেশীয় অস্ত্রে সস্ত্রে সুসজ্জিত হয়ে দল বেধে গভীর রাতে এক সাথে একাধিক বাড়ীতে হানা দিচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হলে তাড়াশ থানা পুলিশ ডাকাতদের গ্রেফতারের আশ্বাস দিলেও তা এখনো কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ এটিএম আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। ডাকাত কবলিত গ্রাম গুলোতে পুলিশের টহলের ব্যবস্থা করা হয়েছে। গ্রামবাসির সাথে পুলিশ টিম যুক্ত হয়ে গ্রাম পাহারা নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, এসব ডাকাতদের খুব শিঘ্রই আটক করা সম্ভব হবে। গ্রামবাসিরা এক অভিযোগে জানায়,চলতি সেচ মৌসুমে ইরি-বোরোর পাকা ধান কাটা ও মারাই শুরু হয়েছে। অধিকাংশ কৃষকের ঘরে ধান উঠেও গেছে। এ সুযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাঁস,সগুনা ও তালম ইউনিয়ন ৩ টির ১৫ টি গ্রামে ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিরাতেই ডাকাত দল হানা দিয়ে ধান,চাল,নগদ টাকা,স্বর্ণালঙ্কার, দামী আসবাবপত্র ও কাপড় চোপর,বৈদ্যুতিক মটর,ট্রান্সফরমার,শ্যালো মেশিন সহ দামী জিনিস পত্র লুট করে নিয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে দিঘুরিয়া , সান্দ্রা, মনোহরপুর,সড়াবারি,বস্তুল,বারুহাঁস, সান্দুরিয়া সহ ১৫ টি গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রায় প্রতিরাতেই ডাকাত দলের সদস্যরা হানা দিয়ে আরও ডাকাতির চেষ্টা করছে। ফলে নিরুপায় হয়ে গ্রামবাসী ডাকাতদের প্রতিহত করতে এবং ডাকাতদের হাত থেকে রক্ষা পেতে তারা রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে। গত মঙ্গলবার গভীর রাতেও সংঘ বদ্ধ ডাকাত দলের সদস্যরা বারুহাঁস গ্রামে ডাকাতি করতে যায়। এ সময় গ্রামবাসির প্রতিরোধের মুখে ডাকাত দল পালিয়ে যেতে বাধ্য হয়। গ্রামবাসীর তাড়া খেয়ে পালানোর সময়ও ডাকাত দল লালুয়ামাঝিড়া গ্রামের আবুল কাশেমের বাড়ীতে হানা দিয়ে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের ট্রান্সফরমার লুট করে নিয়ে যায়। ওই রাতে আরও কয়েকটি গ্রামে ডাকাত দল ডাকাতি করতে গেলে গ্রামবাসি মসজিদের মাইক দিয়ে ডাকাত পড়ার ঘোষনা মাইকিং করে গ্রামবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ ঘোষনায় শোনার পর গ্রামবাসী লাঠিসোটা নিয়ে বের হতে হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
রাতের আধারে শাহজাদপুরে ঢুকছে বাইরের মানুষ
করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে যখন গোটা দেশকে সরকার কর্তৃক ঝুকিপূর্ন ঘোষনা করা হয়েছে এবং সন্ধ্যা ৬ টার পরে লোক চলাচল সীমিত...
জাতীয়
করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল, হাসপাতালে ভর্তি
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তাকে রাজধানীর সম্ম...
জাতীয়
অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধানকে
ভাইস অ্যাডমিরাল থেকে পদোন্নতি পেয়ে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবালকে। বৃহস্পতিবার গণভব...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের মাস্ক বিতরণ
মোঃ আল আমিন হোসেন,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 'আসুন সবাই মাস্ক পরি, স্বাস্থ্য বিধি মেনে চলি, করোনা মুক্ত দেশ গড়ি।'...
অর্থ-বাণিজ্য
আরো ৩ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছেন গার্মেন্টস মালিকরা
করোনায় সৃষ্টি হওয়া সংকট কাটানোর লক্ষ্যে বিশেষ তহবিল থেকে আরো তিন হাজার কোটি টাকা ঋণ দেয়া হচ্ছে গার্মেন্টসহ রপ্তানিমুখী শ...
জানা-অজানা
ওসি কিবরিয়ার মহানুভবতায় ধর্ষিত প্রতিবন্ধী পেলো সুখের সংসার
শামছুর রহমান শিশির,বিশেষ প্রতিবেদক : পুলিশ সম্পর্কে জনসাধারণের গতানুগতিক মনোভাব বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক! পুলিশ মানে...
