সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশীটভূক্ত পলাতক ২৪ আসামীর মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলী আদালত)। আজ সোমবার দুপুরে মামলার ধার্যকৃত তারিখে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক পুলিশি প্রতিবেদনের আলোকে পলাতক আসামীদের বিরুদ্ধে এ ক্রোকী পরোয়ানা জারীর আদেশ দেন। পাশাপাশি আদালত শাহজাদপুর থানার অফিসার ইনচার্জকে উক্ত ক্রোকী পরোয়ানা তামিল করে আগামী ২২/০৮/২০১৭ তারিখে সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। উপজেলা চৌকি আদালতের জিআরও আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৩/০৬/২০১৭ তারিখে সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলী আদালত কর্তৃক গৃহিত হয়। ওই দিন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক চার্জশীটভূক্ত পলাতক ২৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন। উক্ত আদেশের পরিপ্রেক্ষিতে শাহজাদপুর থানার ওসিকে পলাতক আসামীদের গ্রেফতারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে পরবর্তী ধার্য তারিখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। তিনি আরও জানান, চার্জশীটভূক্ত ২৪ আসামী পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি মর্মে থানা পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করলে আজ আদালতের বিচারক আসামীদের বিরুদ্ধে ক্রোকী পরোয়ানা জারীর আদেশ দেন। জানা গেছে, গত ২ মে বহুল আলোচিত এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম শাহজাদপুর পৌরসভার মেয়র (বর্তমানে সাময়িক বরখাস্ত) হালিমুল হক মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টু, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাকসহ ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পুলিশ মেয়র হালিমুল হক মিরুসহ ১৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও চার্জশীটভূক্ত অপর ২৪ জন এখনও পলাতক রয়েছে। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি দুপুরে দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল মৃত্যু বরণ করেন। এ ব্যাপারে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে ১৮ জনের নাম উল্লেখসহ ২৫/৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সম্পর্কিত সংবাদ

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

শাহজাদপুর  প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

আইন-আদালত

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...

৪ ফেব্রুয়ারী সালমান, সানি লিওন আসছেন ঢাকায়

৪ ফেব্রুয়ারী সালমান, সানি লিওন আসছেন ঢাকায়