বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর থানার ৭ পুলিশ সহ ৫০ জনের নামে গতকাল বুধবার দুপুরে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা দায়ের করা হয়েছে। উপজেলার শেলাচাপরী গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে এ্যাডভোকেট হাবিবুর রহমান বাদী হয়ে শাহজাদপুর আমলী আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নং কোর্ট পিটিশন ৮৮/১৮(শাহঃ)। শাহাজাদপুর আমলী আদালতের বিচারক শাহজাদপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হাসিব সরকারকে এ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন। এ মামলার ৭ পুলিশ আসামী হলেন, শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন, এসআই সাচ্চু বিশ্বাস, এসআই সামিউল ইসলাম, এসআই মতিউর রহমান, এসআই আমজাদ হোসেন, কন্সটেবল ময়নুল হক ও কন্সটেবল মোঃ সুমন সরদার। এ মামলার বাদী এ্যাডভোকেট হাবিবুর রহমান জানান, মামলাটির ১নং আসামী রূপবাটি ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল হোসেন সহ অন্যান্য আসামীগণের সাথে আমার পরিবারের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও চলমান রয়েছে। কিন্তু নতুন কোন মামলা বা গ্রেফতারী পরোয়ানা না থাকা সত্ত্বেও গত ২ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ৭ জন পুলিশ সহ অন্যান্য আসামীগণ আমার ভাই মিজানুর রহমানের শেলাচাপরী গ্রামের বাড়ির ঘরে ঢুকে তার কাছে এসআই গোলজার হোসেন ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। এ ছাড়া ১নং হতে ৩৩নং আসামীগণের নামে আমাদের পক্ষ থেকে দায়ের করা সকল মামলা তুলে নিতে বলে। এ ছাড়াও শাহজাদপুরের শেলাচাপরী মৌজার আর,এস ৪৮৫ দাগের .৮৫শতক সম্পত্তির দাবী ছেড়ে দিতে বলে। কিন্তু ১নং স্বাক্ষী আমার ভাই মিজানুর রহমান তা অস্বীকার করলে এসআই গোলজার হোসেন তাকে বেধরক মারপিট করে। এ সময় মিজানুর রহমানকে উদ্ধার করতে তার স্ত্রী আরজিনা খাতুন(৩০) এগিয়ে আসলে এসআই সামিউল ইসলাম তাকে জোরপূর্বক শ্লীলতাহানী করে। তিনি বলেন এ বিষয় গুলি উল্লেখ করে আমি এ মামলা দায়ের করেছি। আমলী আদালতের বেঞ্চ সহকারী শহিদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে পুলিশের পক্ষ থেকে হান্ডকাপসহ আসামী মিজানুর রহমানকে ছিনিয়ে নেয়ার অভিযোগে ৮২ জনকে আসামী করে শাহজাদপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, হ্যান্ডকাপসহ আসামীর পলায়ন মামলা থেকে নিজেদের রক্ষা পাওয়ার কৌশল হিসাবে তারা তারা একটি কোর্ট পিটিশন করেছে। তদন্তে এর আসল সত্য উন্মোচন হবে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকার বলেন, এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোন কাগজপত্র তিনি হাতে পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

আন্তর্জাতিক

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

আইন-আদালত

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

রাজনীতি

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...

শাহজাদপুরে যমুনার চরে গমের বাম্পার ফলন