বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হয়ে পড়েছে। যে কোন মূহুর্তে তা ভেঙ্গে পড়ে প্রাণহানীর ঘটনা ঘটার উপক্রম হয়ে পড়েছে। সার ও বীজ রাখার বিকল্প কোন উপায় না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য হয়ে এখানেই সার ও বীজ রাখছেন। তাই নিরুপায় হয়েই জরাজির্ণ এ গুদামের ভিতরে ঘন্টার পর ঘন্টা বসে জীবনের ঝুকি নিয়ে কৃষকদের মাঝে প্রতিনিয়ত সার ও বীজ সরবরাহ করতে হচ্ছে কৃষি কর্মকর্তা-কর্মচারিদের। অপর দিকে জীর্ণ এ গুদামে সার ও বীজ সংরক্ষণ কাজও চরম ভাবে ব্যহত হচ্ছে। গতকাল সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে গুদামটি পরিদর্শন করে দেখা যায়, গুদামটির প্রতিটি দরজা,জানালা ভেঙ্গে গেছে। ছাদের পরেস্টারা উঠে লোহার রড বের হয়ে গেছে। গুদামের বাইরের দেয়ালের অধিকাংশ স্থানের পলেস্টারা উঠে গিয়ে ইট বের হয়ে নোনা ধরেছে। এ ছাড়া গুদামের ভিতরের সমস্ত গাত্র নোনা ধরে পুরো গুদামটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগি হয়ে পড়েছে। তারপরেও কর্তা ব্যক্তিরা সেখানে বসে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। কর্তা ব্যক্তিরা জানান,দেশ স্বাধীনের পর বিএডিসি প্রকল্পের আওতায় কৃষি বিভাগের এ গুদামটি নির্মাণ করা হয়। ওই প্রকল্পটি বিলুপ্ত হওয়ার পর দীর্ঘদিন এ গুদামটি পরিত্যাক্ত অবস্থায় ছিল। ফলে বৃষ্টি,বন্যা আর প্রাকৃতিক দূর্যোগে গুদামটি নষ্ট হয়ে জরাজীর্ণ হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এটিকে কোন রকমে মেরামত করে কৃষি অফিসের সার ও বীজ রাখা হচ্ছে। কিন্তু এ জরাজীর্ণ গুদামে সার ও বীজ রাখায় তা নষ্ট হওয়ার আশংকা রয়েছে। আর নষ্ট সার,বীজ নিয়ে আবাদ করলে কৃষকের ফসল উৎপাদন নষ্ট হয়ে ফলন বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে গুদামটি পূণঃনির্মাণ জরুরী হয়ে পড়েছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার মনজু আলম সরকার বলেন, বিষয়টি কৃষি সংক্রান্ত স্ট্যান্ডিং মিটিং এ আলোচনা হয়েছে। কৃষি বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। কিন্তু এখনও এ ব্যাপারে তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়েই কর্মরত কর্তা ব্যক্তিরা ঝুঁকির মধ্যে কাজ করছে। তিনি আরো বলেন,আগামী বছরের মধ্যে এ সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

রাজনীতি

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

আন্তর্জাতিক

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

আইন-আদালত

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...

সব কাপুরুষের দল

সম্পাদকীয়

সব কাপুরুষের দল

মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ কেউ প্রশ্ন তুলছেন দেশ স্বাধীন হওয়ায় আমরা কি পেলাম? কিছুই পাইনি। চোর, ডাকাত, লুটেরা পেয়েছি। ব...

টাকা লাগতে পারে টুইটার ব্যবহারে

তথ্য-প্রযুক্তি

টাকা লাগতে পারে টুইটার ব্যবহারে

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে সাবসক্রিপশন মডেল চালুর কথা ভাবছে টুইটার। এতে ব্যবহারকারীকে নির্দিষ্...

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে ‘সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি’

তথ্য-প্রযুক্তি

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে ‘সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি’

তরুণদের চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। তিন...