বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
শামছুর রহমান শিশির/ফারুক হাসান কাহার : আজ শনিবার সকালে আর্তমানবতার কল্যাণে নিয়োজিত স্থানীয় সেবামুলক অরাজনৈতিক সংগঠন ও ফেসবুক গ্রুপের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার দুস্থ অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিরতণ করলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। পরে অতিথিবৃন্দকে সাথে নিয়ে সার্কেল শাহজাদপুর সংগঠন ও ফেসবুক গ্রুপ নির্বাহী ও এডমিন রাজীব রাসেল, এডমিন ফারুক হাসান কাহার, মর্ডারেটর সাংবাদিক শামছুর রহমান শিশির ও মর্ডারেটর এম এ হান্নান শেখসহ গ্রুপের সদস্যবৃন্দ স্থানীয় ১ হাজার দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্বে করেন সার্কেল শাহজাদপুরের উপদেষ্টা, স্থানীয় সাংবাদিক নেতা, বিশিষ্ট কলামিষ্ট, কবি, সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। স্থানীয় এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ জনকল্যাণে নিয়োজিত সংগঠন ও স্থানীয় সর্ববৃহত ফেসবুক গ্রুপ সার্কেল শাহজাদপুর এলাকার দুস্থ অসহায়দের কল্যাণে যেসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। তারা আগামীতে স্বচ্ছতার সাথে সুচারুরুপে জনকল্যাণে আরও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে তিনি আশাবাদী। এ জন্য তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া সার্কেল শাহজাদপুরের সকল সেবামুলক কার্যকমে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। ’ সার্কেল শাহজাদপুরের পক্ষ থেকে শাহজাদপুরে একটি ব্লাডব্যাংক স্থাপনের যে দাবি উঠেছে তার সাথে সকল বক্তারা একাত্বতা প্রকাশ করে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন আরও বলেন, ‘শাহজাদপুরে অচিরেই একটি ব্লাডব্যাংক স্থাপন করা হবে। এ বিষয়টি সিরাজগঞ্জের কৃতী সন্তান স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিমের নিকট অতিসত্ত্বর উপস্থাপন করবেন। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো: আলী হায়দার রেজা তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, সার্কেল শাহজাদপুরের উপদেষ্টা শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সিনিয়র সহ-সভাপতি,দিনকাল প্রতিনিধি আল-আমিন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন রানা, আশিকুল হক দিনার, সার্কেল শাহজাদপুর গ্রুপ নির্বাহী ও এডমিন রাজীব রাসেল, এডমিন ফারুক হাসান কাহার, মর্ডারেটর সাংবাদিক শামছুর রহমান শিশির, মর্ডারেটর এম এ হান্নান শেখ প্রমূখ। পরে প্রধান অতিথি উপস্থিত এলাকার দুস্থ, শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় সার্কেল শাহজাদপুর গ্রুপের সকল সদস্য, স্থানীয় সংবাদকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্কেল শাহজাদপুরের এডমিন প্যানেলের রাজীব রাসেল ও ফারুক হাসান কাহার জানান, ‌ আজকে শাহজাদপুরের দুস্থ, অসহায় ১ হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। যারা ১ হাজার পিছ শীতপত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আগামীতে সকলের সহযোগিতায় শাহজাদপুরের অসহায় জনমানুষের কল্যাণে সেবার পরিধি বৃদ্ধির পরিকল্পনা আমাদের রয়েছে। এজন্য সবার সার্বিক সহযোগিতা বিশেষভাবে কাম্য।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

রাজনীতি

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

আন্তর্জাতিক

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

আইন-আদালত

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...

শাহজাদপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

রাজনীতি

শাহজাদপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

সিরাজগঞ্জ শাহজাদপুরে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডায়া ও বেড়াকুচাটিয়া গ্রামবাসীর উদ্যেগে ডায়া বাজারে আওয়ামী...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

শাহজাদপুর  প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...