রবিবার, ০২ নভেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার : শাহজাদপুরে সাংবাদিক শামছুর রহমান শিশিরের পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের, প্রাণনাষের হুমকি প্রদানসহ ভিটেমাটি থেকে নিঃশ্চিহ্ন করার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে সাংবাদিক শামছুর রহমান শিশিরের পিতা শাহাদৎ হোসেন সাঈদ পরিবারের নিরাপত্বা চেয়ে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (নং- ৮০৫; তাং- ১৫/০৬/১৯খ্রিঃ) করেছেন। ডিজি সূত্রে জানা গেছে, শাহজাদপুর পৌর এলাকার রূপপুর পুরাতন পাড়া মহল্লার মমতা রাণী দাস, তার স্বামী স্বপন চন্দ্র দাস ও ছেলে হৃদয় কুমার দাস -মা, বাবা ও ছেলে এ ৩ জন নিজেরাই ৩টি মামলার বাদী ও স্বাক্ষী হয়ে নিজেদের অপকর্ম ঢাকতে সাংবাদিক শামছুর রহমান শিশিরের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ৩টি মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করে। এর পরেও নিরীহ সাংবাদিক পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে প্রাণনাষের হুমকি, ভিটেমাটি থেকে উচ্ছেদসহ নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় সাংবাদিক শামছুর রহমান শিশিরের পিতা শাহাদৎ হোসেন সাঈদ চরম উদ্বেগ আর উৎকন্ঠা প্রকাশ করে পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্বা চেয়ে গত শনিবার রাতে শাহজাদপুর থানায় একটি জিডি করেন। এ বিষয়ে শাহজাদপুর প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক শামছুর রহমান শিশির বলেন, ‘প্রতিবেশি মমতা রাণী দাস নিজের দেবর নারায়ন চন্দ্র দাস ওরফে মাতালের সাথে অবৈধ পরকীয়া সম্পর্ক ধামাচাপা দিতে ও তার মেয়ে পূজা রাণী ওরফে জান্নাতি হোসাইনকে আমার ছোটভাইয়ের সাথে প্রেম ভালোবাসার সুযোগ ও ধর্ম পরিবর্তনের মাধ্যমে বিয়ে করিয়ে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলাসহ ৩টি মামলা দায়ের করেছে। এর পরেও প্রতিবেশি মমতা রাণী, তার ছেলে হৃদয় ও স্বামী স্বপন চন্দ্রসহ তাদের পক্ষের আরও ৬/৭ জন প্রতিনিয়ত প্রকাশ্যে আমাদের ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাষের হমকি দিয়ে যাচ্ছে।’ এদিকে, সাংবাদিক পরিবারকে হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে শাহজাদপুরে কর্মরত সকল গণমাধ্যমকর্মী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...

নীলকরদের কুঠিবাড়ী থেকে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি//বর্তমানের রবীন্দ্র মিউজিয়াম - ১

জাতীয়

নীলকরদের কুঠিবাড়ী থেকে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি//বর্তমানের রবীন্দ্র মিউজিয়াম - ১