শাহজাদপুর প্রতিনিধি : বন্ধুর স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করার জের আজ বুধবার সন্ধায় শাহজাদপুর পৌরসদরের ঐহিত্যবাহী অরাজনৈতিক সংগঠন রূপপুর রূপালী সংসদের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শামীমসহ ৬ জন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। অন্যান্য আহতরা হলেন, সমাজকল্যাণ সম্পাদক লিখন মিয়া, কার্যকরী সদস্য নাদিম মাহমুদ, কে.এম শহিদুল ইসলাম বাধন, লিজু ও সঞ্জয় । এদের মধ্যে শামীমের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এ ঘটনায় ওই সংসদের সদস্য ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রূপপুর রূপালী সংসদের নব-নির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাবুল হোসেন জানান, ওই সংসদের কার্যকরী সদস্য কে.এম শহিদুল ইসলাম বাধনের জনৈক বন্ধুর স্ত্রীকে উত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করায় আজ সন্ধায় পুকুরপাড় গ্রামের অন্তর, সেতু, অনীক,আলম নূরসহ ২৫-৩০ জনের সংঘবদ্ধ দল ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শামীম, সমাজকল্যাণ সম্পাদক লিখন মিয়া, কার্যকরী সদস্য নাদিম মাহমুদ, কে.এম শহিদুল ইসলাম বাধন, লিজু ও সঞ্জয়কে ডেকে নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাদের গুরুতর আহত করে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ হামলার ঘটনায় পৌরসদরের পুকুরপাড় গ্রামের অন্তর, সেতু, অনীক,আলম নূরসহ ২৫-৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যপারে শাহজাদপুর থানার ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান জানান, ‘অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’ এ ঘটনায় রূপপুর রূপালী সংসদের সকল সদস্য ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
সম্পর্কিত সংবাদ
                    ৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
                    আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...
                    ৪ ফেব্রুয়ারী সালমান, সানি লিওন আসছেন ঢাকায়
শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : ‘অতীতেও আমরা শাহজাদপুরের শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে নানা বিপদ-আপদ, সং... আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য
                
                    স্বাস্থ্য 
                    ৫টি উপায়ে মনকে নিয়ন্ত্রণে রাখুন
                    
                
                    জানা-অজানা 
                    ‘করোনা প্রতিরোধে শাহজাদপুরবাসী সরকারি নির্দেশনা মেনে চলবে বলে বিশ্বাস করি!’  - হাসিবুর রহমান স্বপন এমপি
                    
                    দিনের বিশেষ নিউজ 
                    বিষ্ময়কর এক ফল 'চালতা'
                    
