বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক: খাদ্য অথবা বাস চালুর দাবীতে বুধবার দুপুরে ১ ঘন্টা ব্যাপী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে বাস শ্রমিকরা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ বিষয়ে বিক্ষোভকারী শ্রমিক নেতা মোক্তার হোসেন, রাজিব হোসেন, খোকন মিয়া, রায়হান আলী, আরিফ হোসেন, আব্দুল মতিন, আক্কেল আলী, সানোয়ার হোসেন,আবু জাফর ও নাজমুল হোসেন বলেন, করোনার কারণে প্রায় দেড় মাস ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সকল বাস-কোচ চলাচল বন্ধ রয়েছে। ফলে এ উপজেলার প্রায় ৪ হাজার বাস শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তাদের ঘরে খাবার নাই। হাতে কোন টাকা টাকা-পয়সা নাই। তারা কি ভাবে চলছে মালিক ও শ্রমিকনেতারা তার খোজ নেয় না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বারবার শ্রমিক নেতাদের বলেও কোন লাভ হচ্ছে না। অবরোধকারীরা আরো বলেন, শ্রমিক নেতারা সারা বছর শ্রমিক কল্যাণ ফান্ডের নামে চাঁদা উত্তোলন করেন। অথচ এই মহামারির সময় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের কোন সাহায্য সহযোগিতা করছে না। সরকারি ভাবে যে বরাদ্দ আসে তা নেতাদের চামচাদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যায়। ফলে আমরা কোন সাহায্য পাই না। তাই বাধ্য হয়ে হয় খাদ্য,নয়তো বাস চালুর দাবী জানিয়ে সড়কে অবস্থান নিয়েছি। এদিকে এ অবরোধ চলাকালে সড়কের দু‘পাশে শত শত ট্রাক,কাভার্ড ভ্যান সহ অন্যান্য যানবাহন আটকা পরে। খবর পেয়ে দুপুরে শাহজাদপুরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতারা এসে শ্রমিকদের দাবি মেনে নিয়ে নগদ টাকা অথবা খাদ্য সামগ্রী দেওয়ার আশ্বাস দিলে তারা বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এ অবরোধ তুলে নেয়। এর মধ্যে ব্যবস্থা না হলে তারা আবারও সড়ক অবরোধ কওে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিক নের্তৃবৃন্দও সাথে খথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচলের ব্যবস্থা করেন। এ বিষয়ে শাহজাদপুরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘ দেড় মাস ধরে গণপরিবহণ বন্ধ থাকায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। পেটের দায়ে তারা রাস্তায় নেমেছেন। প্রায় ৪ হাজার শ্রমিকের জন্য শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র ৫০০ ব্যাগ খাদ্য সামগ্রী দিয়েছে। এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে ৩০০ শ্রমিককে নগদ সহায়তা করা হয়েছে। ৮০০ শ্রমিককে সহায়তা দেওয়া হলেও এখনও ৩ হাজার ২০০ শ্রমিককে কোন সহায়তা দেওয়া সম্ভব হয়নি। ফলে তারা এ আন্দোলন শুরু করেন। বৃহস্পতিবার সকালে তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে যতটুকু সম্ভব তাদের চাল অথবা নগদ অর্থ সহায়তা করা হবে। এ বিষয়ে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো.ফজলে আশিক বলেন, খাদ্য অথবা বাস চালুর দাবীতে কিছু সংখ্যক উশৃঙ্খল শ্রমিক সড়ক অবরোধ করলেও পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই তারা শ্রমিক নের্তৃবৃন্দর আশ্বাসে অবরোধ তুলে নেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

রাজনীতি

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

আন্তর্জাতিক

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

আইন-আদালত

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...

সব কাপুরুষের দল

সম্পাদকীয়

সব কাপুরুষের দল

মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ কেউ প্রশ্ন তুলছেন দেশ স্বাধীন হওয়ায় আমরা কি পেলাম? কিছুই পাইনি। চোর, ডাকাত, লুটেরা পেয়েছি। ব...

টাকা লাগতে পারে টুইটার ব্যবহারে

তথ্য-প্রযুক্তি

টাকা লাগতে পারে টুইটার ব্যবহারে

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে সাবসক্রিপশন মডেল চালুর কথা ভাবছে টুইটার। এতে ব্যবহারকারীকে নির্দিষ্...

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে ‘সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি’

তথ্য-প্রযুক্তি

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে ‘সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি’

তরুণদের চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। তিন...