রবিবার, ০২ নভেম্বর ২০২৫

শাহজাদপুর, প্রতিনিধি : গত শনিবার রাতে শাহজাদপুরে নির্বাচন পরবর্তী হামলা সংঘর্ষে বাড়িঘর দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ২৯ জন আহত হয়েছেন। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবারের নির্বাচন পরবর্তীতে বিজয়ী মেম্বর প্রার্থী আলমগীর হোসেনের শতাধিক সমর্থক উপজেলার নরিনা ইউনিয়নের কাংলাকান্দি গ্রামের ৮টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। নরিনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে আলমগীর হোসেন (টিউবওয়েল) ও মঞ্জুর এলাহী ( মোরগ ) নিয়ে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনী প্রচারনার দন্দকে কেন্দ্র করে এ সংঘর্ষে আহতরা হলেন, সাইফুল ইসলাম (৩৫), এমারত হোসেন (৫৫), রাশিদুল ইসলাম (২৬), রওশনারা (৪০), রাশিদা বেগম (৩৪) সহ প্রায় ২০ জন আহত হয়। এদের কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে । হামলা কালে নগদ ১লাখ ৮০ হাজার টাকা, ১০ ভরি সোনার গহনা, ২০ মণ ধান, টেলিভিশন, ফ্রিজ, জামা কাপড়, ১টি গরু ৪টি ভেড়া ও একটি দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি রেজাউল হক জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ব্যাবস্থা নেয়া হয়েছে।

অপরদিকে পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে নির্বাচন পরবর্তী সংঘর্ষের আশংকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন চলাকালে চরাচিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংরক্ষিত মহিলা মেম্বর (বকমার্কা) প্রার্থীর সমর্থক আজাহার হাজী ও মেম্বর (তালগাছ মার্কা ) প্রার্থীর সমর্থক আকবর আলীর সমর্থকদের মধ্যে বেলা ১২ টার সময় ভোট গ্রহন চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে কমপক্ষে ৯ জন আহত হয়। সংঘর্ষে লিপ্ত দু’পক্ষই লাঠি ফালা হলেঙ্গা দা কুড়াল সাবল ও ইট পাটকেল ব্যাবহার করে। গুরুতর আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো, আলম সরকার ( ৪৫ ), মাহফুজ সরকার (২৮), রহমান সরকার (৪৫) আকবর আলী (৫০), আসকান আলী (৪৮)। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...

নীলকরদের কুঠিবাড়ী থেকে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি//বর্তমানের রবীন্দ্র মিউজিয়াম - ১

জাতীয়

নীলকরদের কুঠিবাড়ী থেকে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি//বর্তমানের রবীন্দ্র মিউজিয়াম - ১