নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার যমুনা, করোতোয়া, বড়াল ও হুড়াসাগর নদী থেকে অন্যায় ভাবে একের পর এক ডলফিন প্রজাতির শুশুকমাছ হত্যা করা হচ্ছে। ফলে এসব নদীর জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। খোজ নিয়ে জানা গেছে,গত ১৫ বছরে প্রায় অর্ধশত শুশুক মাছকে এলাকাবাসী নির্দয় ভাবে পিটিয়ে হত্যা করেছে।এই নির্মম হত্যাকান্ডের ফলে উপজেলার মৎস্য ভান্ডার খ্যাত এ নদী গুলোতে মাছের উৎপাদন অস্বাভিক হারে কমে গেছে।এক সময় এ সব নদী গুলোতে বছরে ৫০০ থেকে ৭০০ মেট্রিক টন মাছ উৎপাদন হতো।এখন তা কমে ২০ থেকে ৩০ টনে নেমে এসেছে।ফলে এ অঞ্চলে মাছের ব্যাপক ঘাটতিতে আমিষের অভাব দেখা দিয়েছে। পুকুর ও ডোবায় চাষ করা মাছ বাইরে থেকে এনে এ চাহিদা মেটানোর চেষ্টা করা হচ্ছে। গতকাল বুধবার কৈজুরী ইউনিয়নের চরগুদিবাড়ি এলাকায় পৌনে ৮ মন ওজনের একটি শুশুক মাছ স্থানীয় জেলেদের জালে আটকা পড়ে। ৫ কেজি ওজনের একটি বোয়াল মাছকে ধরতে এসে নিজেই জেলেদের জালে ধরা পড়ে। ধরা পড়া এ শুশুকটির দাম হাঁকা হয় সাড়ে ২৫ হাজার টাকা। ধরা পড়া শুশুকের মুখে এ সময় ঐ বোয়াল মাছটিও ছিল । ওই বোয়ালটিও বিক্রি হয় ২ হাজার ৪’শ টাকায়। এলাকাবাসী জানায়, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউপি’র চরগুদিবাড়ী এলাকার যমুনা নদীতে একটি বোয়াল মাছকে তাড়া করে ওই শুশুকটি। আত্মরক্ষার্থে বোয়াল মাছটি যমুনা নদীর তীরে চলে আসে। শুশুকটিও তাকে তাড়া করে তীরে চলে আসে। এ সময় ৫ কেজি ওজনের ঐ বোয়ালসহ শুশুকটি আবেদ আলী নামের এক স্থানীয় জেলের খড়া জালে আটকে যায়। পরে অসংখ্য উৎসূক জনতার সহযোগীতায় কৌশলে পৌনে ৮ মণ ওজনের শুশুকটিকে তার মুখে থাকা বোয়াল মাছ সহ ডাঙ্গায় তুলে ফেলে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শত শত উৎসূক জনতা একনজর শুশুকটিকে দেখার জন্য নদী তীরে ভীড় করে। এলাকার নারী পুরুষ ও শিশুরা ভীড় জমায়। পরে পৌণে ৮ মণ ওজনের এ শুশুকটি স্থানীয় এক ক্রেতা তেল তৈরীর উদ্দেশ্যে ১৭ হাজার ৫’শ টাকায় কিনে নেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, পরিবেশ বান্ধব এ প্রাণীটিকে না মারাই ভালো। কারণ হিসাবে তিনি বলেন, নদীর জীববৈচিত্রের সমতা ধরে রাখতে । এ প্রাণীটি ব্যাপক সহায়ক ভূমিকা পালন করে। এর বর্ণনা দিয়ে তিনি বলেন, আমাদের দৈনন্দিন জীবনের আহার্জ মাছের গ্রথ বৃদ্ধি, প্রজনন বৃদ্ধি, সমতা রক্ষার কাজ করে থাকে এ প্রাণীটি। এ ছাড়া এ প্রাণীটি নদ-নদীর অপ্রয়োজনীয় কীট পতঙ্গ খেয়ে পরিবেশের সমতা বজায় রাখে। তাই এ প্রাণীটিকে হত্যা করা এলাকাবাসীর ঠিক হয়নি। এ ব্যাপারে মৎস্য আইনে দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদান করা যেতে পারে।তিনি এলাকাবাসিকে শুশুক হত্যা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত
অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...
আন্তর্জাতিক
কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ
রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...
আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...
রাজনীতি
শাহজাদপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম
সিরাজগঞ্জ শাহজাদপুরে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডায়া ও বেড়াকুচাটিয়া গ্রামবাসীর উদ্যেগে ডায়া বাজারে আওয়ামী...
৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
সম্পাদকীয়
সব কাপুরুষের দল
মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ কেউ প্রশ্ন তুলছেন দেশ স্বাধীন হওয়ায় আমরা কি পেলাম? কিছুই পাইনি। চোর, ডাকাত, লুটেরা পেয়েছি। ব...
