সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবে দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের ২২ বছরে পাদার্পন উপলক্ষে বৃহস্পতিবার সকালে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
শাহজাদপুর স্বজন সমাবেশ আয়োজিত এ অনুষ্ঠিানের মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, কেক কর্তন ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা, দোয়া ও মোনাজাত। এতে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক বিমল কুন্ডু, শফিকুজ্জামান শফি ও আতাউর রহমান পিন্টু।
শাহজাদপুর উপজেলা স্বজন সমাবেবেশের সভাপতি শাহবাজ খান সানির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, স্বজন সমাবেশ শাহজাদপুর সরকারি কলেজের সভাপতি ও সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক আলামিন হোসেন, সাংবাদিক ম.জাহান, সাংবাদিক আবুল কাশেম, হাসিবুল হক সাব্বির প্রমুখ।
আলোচনা শেষে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা, দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আবুল কাশেম। কেক কাটা শেষে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সব শেষে প্রীতি জল খাবারের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, শফিউল হাসান লাইফ, হাসানুজ্জামান তুহিন, সাগর বসাক, আব্দুল কুদ্দুস, কোরবান আলী লাভলু, জহুরুল ইসলাম, মনিরুল গণি চৌধুরি শুভ্র, কাহার হাসান ফারুক, আবুল হাসনাত টিটো, আসলাম আলী, মিঠুন বসাক, জাকারিয়া ইসলাম, নয়ন হোসেন, জেলহক আলী, রাসেল সরকার, মাসুদ মোশারফ, শফিকুল ইসলাম পলাশ, মামুন রানা, মাহফুজুর রহমান মিলন প্রমুখ। স্বজন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুলতান মাহমুদ, জনি, দীপ্ত কুমার, লিমন, মুরাদ লোদী, আব্দুল খালেক প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
শাহজাদপুরে বেদেপল্লিতে মেরিনা জাহানের খাদ্য সামগ্রী
করোনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভাসমান বেদে সম্প্রদায়। সোমবার রাতে শাহজাদপুরে পোতাজিয়া ইউপির গঙ্গাপ্রসাদ গ্রামে...
শাহজাদপুরে যমুনার চরে গমের বাম্পার ফলন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক... শাহজাদপুর প্রতিনিধি :: গত ৩ দিন ধরে শাহজাদপুর উপজেলার করতোয়া-ফুলজোর বালু মহলের শ্রমিক ও... অনলাইন ডেস্কঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান হাসিব খান তরুণের বি...
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
আন্তর্জাতিক
ভারত-চীন সীমান্তে ‘যুদ্ধাবস্থা’, ১১৪ বাঙ্কার নির্মাণ করেছে বেইজিং
শাহজাদপুরে ৩ দিন ধরে চলছে ড্রেজার মালিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
মিল্কভিটা
মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান তরুনের দুর্নীতি অনুসন্ধানের নির্দেশ
