বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
শামছুর রহমান শিশির : পূর্ব বিরোধের জের ধরে আজ (শুক্রবার) ভোরে শাহজাদপুর পৌর এলাকার পারকোলা গ্রামে পৌর কাউন্সিলর বেলাল ও সাবেক পৌর কাউন্সিলর পীযূশ এ দু’গোষ্ঠীর মধ্যে হামলা, ভাংচুর ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন গ্রামবাসী আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা শংকাজনক বলে জানা গেছে। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। আহতরা হলেন, নূরুন নাহার (৪০), হেলাল উদ্দীন (৫০), তামজিদ (১৫), রবিউল (১৩), কানাই (৩৫), সবুজ (১৮), অমিত (১৫), একেন আলী (৪৫), রবিউল (১৯), জলিল (৫০), কালাম (৩৫), ইমন (২০), শাহীন (২৫), রবিন (২২), আইয়ুব (২২), সুমন (২২), মনজেল (৩০), জয়নাল (৩৫), হৃদয় (২২), রতন (২৩), রাকিবুল (২৩), আশিক (২২) ও পলান (২৭)। ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে হামলা, পাল্টা হামলা, ইট পাটকেল নিক্ষেপ ও ৫/৬ ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এ সময় শেরশাহ, রশিদুল, হযরতের বাড়িঘর ও ফরিং ডাক্তারের চেম্বার ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানায়, পবিত্র মাহে রমজানের মধ্যে এদিন ভোর ৫ টা ২০ মিনিটের দিকে লকডাউন ভেঙ্গে শাহজাদপুর পৌর এলাকার পারকোলা গ্রামে পৌর কাউন্সিলর বেলাল গোষ্ঠীর প্রায় ২’শতাধিক লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সাবেক কাউন্সিলর পীযূশ গোষ্ঠীর শেরশাহ, রশিদুল, হযরতের বাড়িঘরে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে পীযূশ গোষ্ঠীর লোকজন তাদের বাঁধা প্রদান করলে উভয় গোষ্ঠীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ, ৫/৬টি ককটেল বিস্ফোরণ ও ৩টি বাড়িঘর এবং গ্রাম্য ডাক্তারের চেম্বার ভাংচুর করা হয়। সাবেক পৌর কাউন্সিলর পীযূশ গোষ্ঠীর লোকজনের অভিযোগ, ‘পৌর কাউন্সিলর বেলাল হোসেন ও তার গোষ্ঠীর ২’শতাধিক লোকজন লকডাউন ভেঙ্গে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের গোষ্ঠীর ঘুমন্ত সমর্থকদের বাড়িঘরে হামলা চালায় ও ৫/৬ টি ককটেল নিক্ষেপ করে। ৩/৪ দিন আগে পৌর কাউন্সিলর বেলাল গোষ্ঠীর মোমিনের নেতৃত্বে ১০/১২ জন সাবেক পৌর কাউন্সিলর পীযূশের কর্মচারী সাদ্দাম হোসেনকে ধরে বেধড়ক মারপিট করে বিভিন্ন নির্মাণ সামগ্রী, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এছাড়া এলাকাবাসীর চরম আপত্তি থাকা সত্বেও পৌর কাউন্সিলর বেলাল প্রতাপ খাটিয়ে মাটি খনন, অন্যের জমিতে মাছচাষসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। এর প্রতিবাদ করায় তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।’ অপরদিকে, এসব অভিযোগ অস্বীকার করে পৌর কাউন্সিলর বেলাল হোসেন জানান, ‘এদিন ভোরে কবরস্থান সংলগ্ন তার সেঁচপাম্পে থাকা তাদের গোষ্ঠীর লোকজনের ওপর পীযূশ গোষ্ঠীর লোকজন হামলা চালায়। এতে বাঁধা দিলে সংঘর্ঘ বেঁধে যায়। পীযূশ গোষ্ঠীর লোকজন কারণে-অকারণে মাঝে মধ্যেই তাদের গোষ্ঠীর লোকজনকে ধরে মারধর করে আসছে। ১৫/২০ দিন আগেও তার খামারে বিষ প্রয়োগ করে তার ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে।’ শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

আন্তর্জাতিক

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

আইন-আদালত

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

রাজনীতি

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...