মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর সংবাদ ডটকমঃ 1 (1) রহম আলীঃ শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের হতদরিদ্র রহম আলী তাঁত শ্রমিক ও দিন মজুরী করেও এ বছর  এইচএসসি পরীক্ষায় ঠুটিয়া স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এর আগে সে এসএসসিতেও গোল্ডেন  জিপিএ-৫ পেয়েছে। তার ৭৫ বছর বয়স্ক দিন মজুর পিতা মারেক সরদার বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে কর্মহীন হয়ে পড়লে সংসারের ব্যয়  ও ছেলের লেখাপড়ার খরচ যোগাতে মা হালিমা খাতুন মানব মুক্তি এনজিওর অধিনে মাটি কাটার কাজ করেন। পিতা মাতার কষ্ট লাঘবে রহম  আলী তাঁত শ্রমিকের কাজ ও দিন মজুরি করে যে আয় রোজগার করে তা দিয়ে সংসার ও পড়ালেখার খরচ যুগিয়েছেন। এর পরেও সে এত ভাল  রেজাল্ট করেছে। দারিদ্রতা তাকে দমাতে পারেনি কিন্তু এখন অর্থাভাবে মেধাবী রহম আলীর বিশ্ব বিদ্যালয়ে ইংরেজীতে উচ্চ শিক্ষা গ্রহনের  আকাঙ্কা অন্ধকারে ডুবে যাচ্ছে। ফলে তার এ সাফল্যে এলাকাবাসী খুশি হলেও হতদরিদ্র দিন মজুর বাবা-মা ও পরিবারের সবার মুখে হাসি  আনন্দের পরিবর্তে বিষাদের ছায়া নেমে এসেছে। রহম আলী ৪ বোনের একমাত্র ভাই। ২ বোনের দরিদ্র তাঁত শ্রমিকের সাথে বিয়ে হলেও আরো ২  বোনের এখনো বিয়ে হয়নি। সহায় সম্বল বলতে তাদের ২ শতক বাড়ীর উপর একটি পাট কাঠির ঘর রয়েছে। রহম আলী মা-বাবা ও বোনদের  নিয়ে অতি কষ্টে সে ঘরে বাস করে। সে ঘরটি দিয়েও আবার বৃষ্টি এলে পানি পড়ে। সামান্য বাতাসে ঘর নড়বড় করে। অর্থাভাবে সে মাথা  গোজার এ অবলম্বন টুকো সংস্কার করতে পারছে না। স্ব হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সাহায্য সহযোগিতা পেলে হতদরিদ্র ও মেধাবী  রহম আলী উচ্চ শিক্ষা গ্রহন করে দেশের গৌরব অর্জনের পাশাপাশি জন কল্যান মুলক কাজে অবদান রাখতে সক্ষম হবে। 2 আমিনা খাতুনঃ শাহজাদপুর উপজেলার কৈজুরি গ্রামের তাঁত শ্রমিক বাবু শেখের কন্যা আমিনা খাতুন এ বছর এইচএসসি পরীক্ষায় ঢাকার  আদমজী ক্যান্টনমেন্ট কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। চরকায় সুতা কেটে সংসার চালিয়ে সে এর আগে এসএসসি পরীক্ষায়  শাহজাদপুরের ঠুটিয়া স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পায়। এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশ  হয়। এ সংবাদটি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তার এ সাফল্যে মুগ্ধ হয়ে এবং মানবিক কারণে আদমজী ক্যান্টনমেন্ট  কলেজ কর্তৃপক্ষ তাকে এইচএসসিতে আবাসিক থাকা খাওয়ার ব্যবস্থাসহ অবৈতনিক পড়ালেখার সুযোগ করে দেয়। এ ছাড়াও আরো বেশ  কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান তার পড়ালেখার অর্থের যোগান দেন। ফলে সে এইচএসসিতে এই অভাবনীয় সাফল্য লাভ করে। কিন্তু এখন অর্থাভাবে  তার বিশ্ব বিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের স্বপ্ন ধুলোয় মিশে যেতে বসেছে। তার উচ্চ শিক্ষা গ্রহনে হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতার  হাত বাড়িয়ে এগিয়ে আসবেন কি?

সম্পর্কিত সংবাদ

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

শাহজাদপুর  প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...

কোঁকড়া চুলের সহজ সুন্দর লুক

জীবনজাপন

কোঁকড়া চুলের সহজ সুন্দর লুক

কারাগার কোথায় হবে, তা প্রশাসনের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর

আইন-অপরাধ

কারাগার কোথায় হবে, তা প্রশাসনের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর

তিনি আরও যোগ করেন, “প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কাজ হলো মামলার প্রস্তুতি, প্রমাণ সংগ্রহ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা— কা...

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!

অপরাধ

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!

শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার বেলা ১১টার দিকে ন...

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে  উপাচার্য'র পদত্যাগের দাবি

শিক্ষাঙ্গন

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য'র পদত্যাগের দাবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ আজমের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধ...