তথ্যানুসন্ধানে জানা গেছে, করোনা ভাইরাসের ক্রান্তিকালের শুরুতে গত ১৯ মার্চ থেকে ২৫ মার্চ সপ্তাহব্যপী সময়ে অর্ধশতাধিক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে করোনা'র বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শাহজাদপুর পৌর এলাকার ওয়ার্ড-ওয়ার্ডে, ১৩ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে গিয়ে এলাকাবাসীর মাঝে লিফলেট বিলি ও হাজার হাজার মাস্ক এবং স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও রাজীব শেখ। পরবর্তীতে, এ ২ নেতা লক ডাউনজণিত কারণে এলাকায় কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজস্ব অর্থায়নে গত ৩১ মার্চ থেকে গতকাল ১৭ মে পর্যন্ত এ ৪৮ দিনে শাহজাদপুর পৌর এলাকার ওয়ার্ড-ওয়ার্ডে, ১৩ ইউনিয়নের গ্রাম-গ্রামান্তরে রাতের আঁধারে প্রায় ৬৪ স্থানে হাজার হাজার অসহায় জনমানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে তাদের হাতে খাদ্য সহায়তা, স্বাস্থ্য উপকরণ ও ঈদ সামগ্রী তুলে দিয়েছেন। দিনের বেলায় তারা নেতাকর্মীদের সাথে নিয়ে খাদ্য ও উপহার সামগ্রী প্যাকেটে ব্যতিব্যস্ত সময় অতিবাহিত করছেন।
ইতিমধ্যেই জননেতা এ্যাড. লাবলু ও রাজীব শেখ উপজেলার পৌর এলাকার রূপপুর, চুনিয়াখালী পাড়া, মণিরামপুর, দ্বারিয়াপুর, পুকুরপাড়, কান্দাপাড়া, বাড়াবিল, নলুয়া, শক্তিপুর, খঞ্জনদিয়ার, ইসলামপুর (রামবাড়ী), শেরখালী, পাড়কোলা মহল্লাসহ পোরজনা, গালা, হাবিবুল্লাহনগর, রূপবাটি, পোতাজিয়া, নরিনা, গাড়াদহ, কায়েমপুর, খুকনী, জালালপুর, কৈজুরী, সোনাতুনী ইউনিয়নের অসহায় তাঁত শ্রমিক, কুলি শ্রমিক, মাটিকাটা শ্রমিক, রিক্সা শ্রমিক, মোটর শ্রমিক, ডেকোরেটর শ্রমিক, চা-বিক্রেতা, বেঁদে ও হিজড়া সম্প্রদায়, মধ্যবিত্তসহ উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার কর্মহীন ৬'সহস্রাধিক অসহায় মানুষের হাতে খাদ্য সহায়তা, স্বাস্থ্য উপকরণ ও ঈদ সামগ্রী পোঁছাতে সক্ষম হয়েছেন। এরই ধারাবাহিতায় গতকাল (রোববার) তারা ১'শ তাঁত শ্রমিক ও হিজড়া সম্প্রদায়ের হাতে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছেন।
এ বিষয়ে বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দীন মালিথা ও বিশিষ্ট শিক্ষাবিদ এএম আব্দুল আজীজ বলেন, "এই বিপদের দিনে অবশ্যই মানুষের পাশে মানুষের দাঁড়ানো উচিত। বিশেষ করে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়ালে তাদের বেঁচে থাকার পথও তো নাই! এ্যাড. এসএ হামিদ লাবলু ও রাজীব শেখ অসহায়দের পাশে দাঁড়িয়ে মহৎ কাজ করেছে, মানবিক কাজ করেছে। এটা ভালো। আমরা এ কাজের প্রসংশা করি। একইভাবে, করোনা ভাইরাসের ক্রান্তিকালে অন্যরাও সাধ্যমতো এগিয়ে আসবে বলে প্রত্যাশা করি।"
এদিকে, এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু'র সদা শুভ কামনা ও সুস্বাস্থ্য কামনা করে ৮'ম জাতীয় কংগ্রেসের সাবেক আহবায়ক, সাবেক সংসদ সদস্য জননেতা চয়ন ইসলাম এ বিষয়ে এক ফেসবুক বার্তায় জানিয়েছেন, "আমাদের প্রিয় নেতা লাবলু ভাই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। নিজের জীবন বিপন্ন করে মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। আপনার জন্য আমরা গর্বিত।"
অপরদিকে, এ বিষয়ে জননন্দিত নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও তারুণ্যদীপ্ত বলিষ্ঠ কন্ঠস্বর রাজীব শেখ যৌথ বিবৃতিতে বলেন, " মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নিদের্শনা মোতাবেক করোনার প্রভাবে এলাকার কর্মহীন অসহায় মানুষের পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করছি। এলাকার খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ক্ষুদ্র প্রচেষ্টা করোনা ভাইরাসের আপদকালীন সময়ে অব্যাহত থাকবে। এ মহাবিপদের দিনে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য ও উপহার সামগ্রী'র প্যাকেট প্রস্তুতসহ অসহায় মানুষের হাতে প্রদানের কাজে স্বেচ্ছাশ্রমে সদা সহযোগীতা করায় হাজী শিলিং, ৭ ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ, যুবলীগ নেতা ওয়াজেদ, বাবু, মনি, বরাত, সুজন, জহুরুল, রবিউল, ইব্রাহিম, শামীম, শাহিন, জিল্লু, নুহু, কাঞ্চন, আলামিন, ক্যাম্বেল ও রুবেলসহ সকল পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।"
সম্পর্কিত সংবাদ
৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...
৪ ফেব্রুয়ারী সালমান, সানি লিওন আসছেন ঢাকায়
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জয়পুরা গ্রামের নির্মাণ শ্রমিক আলামিন হোসেন জিপিএ ৫ পেয়েছে। সে ওই গ্রামে... অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...
পড়াশোনা
অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত শাহজাদপুরের কৃতী শিক্ষার্থী আলামিনের
রাজনীতি
সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত
