শামছুর রহমান শিশির : প্রখ্যাত কন্ঠশিল্পী ভূপেন হাজারিকার কালজয়ী গান 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না!' - এ কথাগুলো বাস্তবে আরেকবার প্রমাণ করলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল। শাহজাদপুর উপজেলার দুর্গম যমুনা অধ্যুষিত কৈজুরী ইউনিয়নের হতদরিদ্র মেধাবী স্কুলছাত্র আলামিনের অনিশ্চিত উচ্চশিক্ষা গ্রহণে তার পাশে অার্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় অবশেষে কৃতী শিক্ষার্থী আলামিন গতকাল শনিবার বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হলো। সম্প্রতি শাহজাদপুর সংবাদ ডটকম, সিরাজগঞ্জ কন্ঠ ডটকম, বেশ কয়েকটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালসহ গণমাধ্যমে 'অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত শাহজাদপুরের আলামিনের' শীরনামে সচিত্র একটি সংবাদ প্রকাশিত হলে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু, তার সহোদর শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবিবে ওয়াহিদ শেখ কাজল, কলেজ ছাত্রলীগ নেতা শেখ রাসেল, পার্শ্ববর্তী বেড়া উপজেলার প্রবীণ সাংবাদিক, দৈনিক এ যুগের দীপ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সরকার অারিফুর রহমানের ছেলে নয়ন সরকার, যুবলীগ নেতা মণিরুজ্জামান মণিসহ অনেকেই হতদরিদ্র কৃতী শিক্ষার্থী অালামিনের খোঁজ খবর নেন ও আলামিনের উচ্চশিক্ষা গ্রহণে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল ভর্তি বাবদ ও নয়ন বই ক্রয় বাবদ সাধ্যমতো অর্থিক সহযোগিতা করায় আলামিনের উচ্চশিক্ষা গ্রহণ শুরু হয়েছে। এ বিষয়ে কৃতী শিক্ষার্থী আলামিন জানায়," ইতিমধ্যেই বগুড়া পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে ভর্তি হয়েছি। কিছু বই ক্রয় অবশিষ্ট রয়েছে। কাজল ভাই, নয়ন ভাইসহ যারা আমার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, তাদের সকলের প্রতি আমি চিরঋণী! আমার ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন যেনো পূরণ করতে পারি সেজন্য সবার দোয়া ভালোবাসা প্রত্যাশা করি। " এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল বলেন,"হতদরিদ্র কৃতী ছাত্র আলামিনের উচ্চশিক্ষা গ্রহণ অনিশ্চিত সংবাদটি পড়ার পর অান্তরিকভাবে ব্যাথিত হই ও নিয়মিত তার সাথে যোগাযোগ রক্ষা করি। আমার সাধ্যমতো তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, ভবিষ্যতেও করবো। কৃতী শিক্ষার্থী আলামিন ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশ ও দশের সেবায় আত্মনিয়োগ করলে আমার ক্ষুদ্র এ প্রয়াস সফল হবে। আলামিনের সর্বাঙ্গীণ জীবনের মঙ্গল কামনা করি। "
সম্পর্কিত সংবাদ
জীবনজাপন
কোঁকড়া চুলের সহজ সুন্দর লুক
মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।... একই দিনে এক বিয়ে করে দ্বিতীয় বিয়ের করার উদ্দেশ্যে বরযাত্রী নিয়ে খুলনায় গেল যুবক। শুনতে আজব মনে হলেও সোমবার (১৭মে) এ রকমই... আজ পবিত্র ঈদুল আজহা। মহামারি করোনাভাইরাস পরিস্থিতির মাঝে সকালে মসজিদে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানিতে ব...
শাহজাদপুরে যমুনার চরে গমের বাম্পার ফলন
জাতীয়
খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী
রাজনীতি
করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ
শাহজাদপুর
একই দিনে প্রেমিকাকে বিয়ে করেই খুলনায় দ্বিতীয় বিয়ে করতে গেল যুবক
বাংলাদেশ
পশু কোরবানিতে ব্যস্ত নগরবাসী
