শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলা কৃষক নেতা সোহেল আকন্দর মুক্তির দাবীতে প্রতিবাদসভা করেছে উপজেলা কৃষকলীগ। আজ শনিবার সকালে দলীয় কার্যালযে উপজেলা কৃষকলীগ এর সহ-সভাপতি আমিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, গ্রেফতারকৃত সোহেল আকন্দ একজন দলিল লেখক । তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এবং অন্যায়ভাবে হত্যা মামলাসহ ৫টি মামলায় অন্তর্ভৃক্ত করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ও তাকে মুক্তির দাবী জানাই। গত ৫ অক্টোবর কৃষকলীগ উপজেলা শাখার সহ-সাধারন সম্পাদক সোহেল আকন্দকে গ্রেফতার করে পুলিশ।
পৌর আওয়ামীলীগের সাঃ সম্পাদক শাহুর বিরুদ্ধে চাঁদাবাজী মামলা- কৃষকলীগ নেতা সোহেল গ্রেফতার
শাহজাদপুর প্রতিনিধি :: শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু’র বিরুদ্ধে চাঁদাবাজী ও মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী মহরার আব্দুল মালেক বাদী হয়ে গত ২ অক্টোবর শুক্রবার এ মামলা দায়ের করেছে। গতকাল সোমবার দুপুরে এ মামলার অপর অন্যতম আসামী শাহজাদপুর উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আকন্দকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বুধাবার দুপুরে অফিস চলাকালে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু’র নেতৃত্বে ৩/৪ জনের একটি দল শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঢুকে স্থায়ী মহরার আব্দুল মালেকের কাছে দলিল প্রতি ২০০ টাকা করে চাঁদা দাবি করে আব্দুল মালেক এ চাঁদা দিতে অস্বীকার করলে তারা আব্দুল মালেককে তারা আব্দুল মালেককে বেধরক মারপিট করে গুরুত্বর আহত করে। এ ঘটনায় আব্দুল মালেক উচ্চ পদস্থ কর্মকর্তার নির্দেশে শাহজাদপুর থানায় শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহুকে প্রধান আসামী করে অজ্ঞাত ৩/৪ জনের নামে এ চাঁদাবাজী মামলা দায়ের করে। পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে আমিরুল ইসলাম শাহু’র অন্যতম সহযোগী সোহেল আকন্দকে গ্রেফতার করে। এদিকে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু’র বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাব-রেজিস্ট্রি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আমিরুল ইসলাম শাহুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু মোবাইল ফোনে জানান, একটি মহলের ইন্দোনে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মিথ্যা মামলা দায়ের করা করে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করছে।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...
খেলাধুলা
মেসি জাদু, আলভারেসের জোড়া গোল; ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে আর্জেন্টিনা ছুটছেই। শুরুতেই হারের পর যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, দমানোর সাহস হয়নি কারও।
আন্তর্জাতিক
শাহজাদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্...
আইন-আদালত
ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই
সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা...
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...
বাংলাদেশ
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ
এর আগে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা...
