সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এর ডিও লেটার জাল করার অপরাধে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেহেলী লায়লা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ফয়সাল শাহজাদপুর পৌর এলাকার শেরখালী মহল্লার আব্দুস সামাদের ছেলে ও মনিরামপুর বাজারের হাইটেক কম্পিউটার দোকানের মালিক। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শেহেলী লায়লা এ তথ্য নিশ্চিত করে জানান, ফয়সাল আহমেদ দীর্ঘদিন ধরে নিজ কম্পিউটার দোকানে স্বাক্ষরসহ স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার জাল করে ৫ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করে আসছিলেন। এসময় কম্পিউটার অনুসন্ধান স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমানের জ্বাল ডিও লেটার পাওয়া যায়। যুবলীগ নেতা আশিকুল হক দিনার জানান দীর্ঘ দিন ধরে এই চক্রটি জাল ডিও লেটার তৈরি করে বিক্রি করে আসছিলো। আজ দুপুরে ঐ দোকানে ডিও লেটারসহ তাকে আমরা হাতে নাতে ধরে প্রসাশনে খবর দেই। ভ্রাম্যমান আদালত ওই কম্পিউটার দোক‍ানে অভিযান চালিয়ে তাকে আটক করা করে। এ সময় তার কম্পিউটারে বিভিন্ন ধরনের একাধিক ডিও লেটারের নমুনা পাওয়া যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়। ডিও লেটার জাল করার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে এমপি হাসিবুর রহমান স্বপন বলেন, এ ধরনের জালিয়াতি কিছুতেই মেনে নেয়া হবে না। আগামী দিনে কেউ যেন এই ধরনের জালিয়াতি না করে সেজন্য সবাইকে সজাগ থাকার আহব্বান জানান ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

ভাড়াটিয়ারা ভাড়া দিতে না পেরে মালপত্র রেখে ঘর ছেড়ে পালাচ্ছেন

জাতীয়

ভাড়াটিয়ারা ভাড়া দিতে না পেরে মালপত্র রেখে ঘর ছেড়ে পালাচ্ছেন

কভিড-১৯ এর প্রভাবে শিল্প, ব্যবসা-বাণিজ্য, নির্মাণসহ সব খাত স্থবির হয়ে পড়ায় গত কয়েক মাসে কর্মহীন হয়ে পড়েছেন রাজধানীর লাখ...

শাহজাদপুরে ফসলী জমি রক্ষায় আদালতের কারণ দর্শানোর নোটিশ; বন্ধ হয়নি বালু ভরাট কাজ

অপরাধ

শাহজাদপুরে ফসলী জমি রক্ষায় আদালতের কারণ দর্শানোর নোটিশ; বন্ধ হয়নি বালু ভরাট কাজ

শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিনিধি, ১২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর উপজেলার পাড়কোলা মৌজায় টেকনিক্যাল স্কুল এন্...