নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে মানব দেহে আবারো ভয়ংকর প্রাণী রোগ অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার এ রোগে আক্রান্ত ১৩ জন নারী পুরুষ ও শিশুকে চিকিৎসকরা সনাক্ত করেছে। এরা হল,শাহজাদপুর উপজেলার চরকৈজুরি গ্রামের হাসনা খাতুন (২৫), হাসি খাতুন (৩), তামিম (৪), ইয়ামিন (৬), আঁখি (৭), নূপুর (৮), স্বপ্না (১০), আলামিন (১৩), তুর্য্যখাতুন (২৫), পলাশ (২৫), শামীম (৩৫), মরিয়ম (২৯) ও জামিলা (২)। স্থানীয় স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা এদের সবাইকে প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধপত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এরা ক্রমশ সুস্থ্য হয়ে উঠছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্বাস্থ্য বিভাগের লোকজন জানিয়েছেন। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাফরুল ইসলাম শাহজাদপুর সংবাদ ডট কমকে জানান, গত বৃহস্পতিবার সকালে হাতে পায়ে ও শরীরে ঘাঁ নিয়ে চরকৈজুরি গ্রামের ৩ জন সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। বিকেলে তাদের শরীরের ক্ষতস্থানের নমুনা পরীক্ষা করে অ্যানথ্রাক্স রোগ ধরা পড়ে। বিষয়টি তাৎক্ষনিক ভাবে তারা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাফরুল ইসলামকে অবহিত করা হলে তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে সন্ধ্যায় ঘটনাস্থল চরকৈজুরি গ্রামে মেডিকেল টিম নিয়ে পরীক্ষা করে প্রাথমিক ভাবে আরো ৮ জনকে সনাক্ত করে। এরপর শুক্রবার সকালে আরো ২ জন সনাক্ত হয়। ভলে এপর্যন্ত এ রোগে আক্রান্ত মোট ১৩ জন সনাক্ত হয়েছে বলে জানাগেছে। এলাকাবাসি ও হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ৮ আগস্ট চরকৈজুরি গ্রমের দেলবার প্রামানিকের ছেলে নজরুল ইসলামের একটি গরু অসুস্থ্য হয়ে পড়লে গরুটি জবাই করে কম দামে মাংস বিক্রি করে। দাম কম পেয়ে অনেকেই তা লুফে নেয়। ফলে নিমিশেই এ মাংস শেষ হয়ে যায়। রোগাক্রান্ত এ গরুর মাংস কোটাবাছা ধোয়া ও নাড়াচাড়াকারীরাই এ রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। এদিকে গত ৩ মাসে এ নিয়ে শাহজাদপুরে মোট ৯১ জন ব্যক্তি এ অ্যানথ্রাক্স রোগে আক্রন্ত হল। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলহাজ্ব আব্দুস সামাদ বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলেই তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং ওই এলাকার বাদপড়া গরুকে এ রোগের ভ্যাকসিন প্রয়োগ করেছেন। তিনি বলেন, গত ১ মাস ধরে এ অফিসের ভ্যাটেরিনারি সার্জন ৬ মাসের ট্রেনিংয়ে রয়েছেন। এ ছাড়া গত ৫ বছর ধরে ২ জন মাঠকর্মীর পদ শুন্য রয়েছে। তাই এ উপজেলার বিশাল সংখ্যক গবাদি পশুকে যথাযথ চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া সম্ভব হচ্ছেনা। এর মধ্যে নতুন করে এ রোগ দেখা দেয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন। তিনি অবিলম্বে এ শুন্য পদ পূরণ ও ভ্যাটেরিনারি সার্জন পদে ডেপুটেশনে একজনকে নিয়োগ দেয়ার জোর দাবী জানিয়েছেন। তিনি জানান, শাহজাদপুর উপজেলায় প্রায় সাড়ে ৬ লাখ গবাদি পশু রয়েছে। তার একার পক্ষে এই বিশাল সংখ্যক পশুর চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছেনা। তিনি এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি এলাকাবাসিকে রোগাক্রান্ত পশুকে জবাই না করা এবং মৃত পশুকে গভির গর্ত করে পুঁতে রাখার পরামর্শ দিয়েছেন। এদিকে আবারো শাহজাদপুরে অ্যানথ্রাক্স আক্রান্তর খবর ছড়িয়ে পড়লে কোরবানির পশু পালনকারীদের মধ্যে গরুর দাম কমে যাওয়ার আশংকায় আতংকিত হয়ে পড়েছেন।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ
রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...
ধর্ম
অপ্রয়োজনে গাছ কাটার শাস্তি ভয়াবহ
মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় এই গাছ। শুধু তাই নয়, মানুষ প্রশ্বাসের সঙ্গে যে কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে গাছ তা...
খেলাধুলা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা
ভিসি বলেন, জাতির পিতার নামাঙ্কিত এই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দেশের যুবসমাজের শারীরীক, মানসিক ও স্বাস্থ্যগত উন্নতি সাধনের প...
আন্তর্জাতিক
তালেবানকে নিষিদ্ধ করেছে ফেসবুক
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তালেবান বিষয়ক পোস্ট দেখভাল ও তা মুছে ফেলতে ইতোমধ্যেই তারা আফগান বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে। খবর...
অপরাধ
শাহজাদপুরে যুবক ও গৃহবধুর লাশ উদ্ধার
পৃথক এ দুই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
অর্থ-বাণিজ্য
৭ বছর বাঘাবাড়ী নৌ-বন্দরের ইজারা বন্ধ
বিজ্ঞমহলের মতে, অনতিবিলম্বে সকল আইনী জটিলতা নিরসনপূর্বক সরকারি রাজস্ব বৃদ্ধিতে বাঘাবাড়ী নৌ-বন্দরের ইজারা প্রদান অতীব জরু...
