শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

ডেস্ক নিউজ:: শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কে,এম নাসির উদ্দিন গ্রুপের সাথে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু গ্রুপের করতোয়া নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে গত দুইদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে এ দু’পক্ষের রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। এনিয়ে শাহজাদপুর পৌর শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে সংঘর্ষের আশংকায় এলাকাবাসীর মধ্যেও চরম আতংক বিরাজ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার সকালে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে। এদিন সকাল সাড়ে ১০ টায় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহুর নেতৃত্বে পুকুরপাড় গ্রামবাসী একটি বিক্ষোভ মিছিল করে শহর প্রদক্ষীন শেষে এমপি হাসিবুর রহমান স্বপনের দারিয়াপুরের বাসভবনে উপস্থিত হয়ে তার কাছে প্রতিকার দ্বাবি করেন। তিনি এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মিছিল শেষ করে বাড়ী ফিরে যান। এর কিছুক্ষন পর শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কে,এম নাসির উদ্দিনের নেতৃত্বে ছয়আনীপাড়া গ্রামবাসী তাদের গ্রাম থেকে এক বিশল বিক্ষোভ মিছিল বের করে মনিরামপুরও দ্বারিয়াপুর বাজারের গুরুত্বপুর্ণ সড়ক ও মোড় প্রদক্ষীন করে শাহজাদপুর থানার প্রধান গেটে কিছুক্ষন অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এর পর মিছিলটি ছয়আনীপাড়া গ্রামে গিয়ে শেষ হয়। এ দুটি মিছিল চলাকালে শাহজাদপুর শহরে ভিতিকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পরে। এব্যপারে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু বলেন, ড্রেজার দিয়ে দরগারচর এলাকার করতোয়া নদী থেকে মাত্রাতিরিক্ত বালু উত্তোলনের ফলে দরগারচর, বাজীয়ারপাড়া , চরনারুয়া,শান্তিপুর, নারুয়া ও পুকুড়পাড় গ্রামের আবাদী জমি ও বাড়ী ঘর গাছপালা নদী ভাঙ্গনের কবলে পরেছে। এতে শত শত লোকের চরম ক্ষতি হচ্ছে। এরই প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। অপরদিকে আমিরুল ইসলাম শাহুর সকল অভিযোগ অস্বিকার করে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কে,এম নাসির উদ্দিন বলেন, করতোয়া- ফুলজোড় বালু মহলের শাহজাদপুর, রতনকান্দি, কুমিরগোয়ালিয়া ও ইশ্বরদিয়া মৌজার বালুমহল সর্বোচ্চ দরদাতা হিসেবে ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ইজারা নিয়ে সকল প্রকার নিয়ম কানুন মেনে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ঐ এলাকার কোথাও ভাঙ্গন সৃষ্টি হয়নি অথবা কারো কোন ক্ষতি সাধন হয়নি। এবছর দ্বিতীয় দফা বন্যায় পানির ব্যাপক চাপে করতোয়া নদীর পাড় ভেঙ্গে কিছু লোকের সামান্য ক্ষতি সাধন হয়েছে। তার পরেও আমি তাদের ক্ষতি পুরন দেওয়ার আশ্বাস প্রদান করা সত্বেও আমিরুল ইসলাম শাহু অবৈধভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে। এ দিকে এ ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক কর্মকর্তা ও শাহজাদপুর থানা পুলিশ সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন । কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তারা প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...

মেসি জাদু, আলভারেসের জোড়া গোল; ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

মেসি জাদু, আলভারেসের জোড়া গোল; ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনা ছুটছেই। শুরুতেই হারের পর যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, দমানোর সাহস হয়নি কারও।

শাহজাদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা

আন্তর্জাতিক

শাহজাদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্...

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই

আইন-আদালত

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই

সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ

এর আগে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা...