শাহজাদপুর প্রতিনিধিঃ গত ৮ দিনেও শাহজাদপুরের তাঁত শ্রমিক জাহিদ হাসান হত্যা রহস্য উদঘাটিত হয়নি। অন্ধকারেই রয়ে গেছে এ হত্যা রহস্য। পুলিশের ধীরগতি নীতিতে চলার কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে নিহতর পরিবার অভিযোগ করেছে। অপরদিকে জাহিদ হাসানের পিকনিকের সহপাঠি ৬০ বন্ধু রহস্য জনক ভাবে এলাকা ছেড়ে আত্মগোপন করে আছে। পুলিশ এ সব বন্ধদের নামের তালিকা প্রস্তুত করে তাদের সম্পর্কে খোজ খবর নিচ্ছে। আত্মগোপনকারী বন্ধুদের স্বজনেরা জানিয়েছে, পুলিশের হাতে গ্রেফতারের ভয়ে তারা অন্যত্র সরে আছে। প্রকৃত রহস্য উদঘাটিত হলে তারা আবার এলাকায় ফিরে আসবে। এ ব্যাপারে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কমল কুমার দেবনাথ জানান, প্রতিদিনি সন্দেহ ভাজনদের গ্রেফতারের অভিযান চলছে। এদের গ্রেফতার করা সম্ভব হলে এ হত্যা রহস্য বেড়িয়ে আসবে। এছাড়া ময়না তদন্ত রিপোর্ট এখনো হাতে না পাওয়ায় তারা এ হত্যা সম্পর্কে কিছুই নিশ্চিত হতে পারছেনা । ফলে এ হত্যা রহস্যা উদঘাটন কিছুটা বিলম্বিত হচ্ছে। তিনি আশা করেন,অচিরেই জাহিদ হত্যা রহস্য উদঘাটন সম্ভব হবে। উল্লেখ্য, তাঁত শ্রমিক জাহিদ হাসান (১৮) উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচর গ্রামের আনোয়ার হোসেন মনির ছেলে। তাকে গত ২৪ জুলাই শুক্রবার সকাল ৭টার দিকে পিকনিকের কথা বলে বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর লাশ করতোয়া নদীতে ফেলে দিয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করে। গত ২৬ জুলাই রোববার সকালে শাহজাদপুর পৌর সদরের রূপপুর নতুনপাড়া উড়িরচর ও শেরখালী এলাকার দক্ষিণে করতোয়া নদী থেকে জাহিদ হাসানের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে নিহত জাহিদের দুই বন্ধু আকাশ (১৮) ও সাগর (১৯) কে তাদের দরগাপাড়ার নিজ বাড়ি থেকে সন্দেহজনকভাবে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আকাশ কে জেল হাজতে প্রেরণ করে এবং সাগর কে ছেড়ে দেয়। জাহিদ হত্যার ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন মনি বাদি হয়ে জাহিদের ৮ বন্ধুর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০/২৫ জন বন্ধুকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাহিদকে নৌকায় পিকনিকে যাওয়ার কথা বলে বন্ধু রনি, তালেব, ও উজ্জল বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর দুদিন পেরিয়ে গেলেও জাহিদকে খুঁজে না পেয়ে জাহিদের মোবাইল ফোনে কল করলে রনি ফোন রিসিভ করে জানায়, মোবাইল রেখে জাহিদ বাড়ি চলে গেছে। এর একদিন পর শনিবার বিকেলে জাহিদের মোবাইল, জামা-কাপড় ও জুতা ৭ বন্ধু মিলে জাহিদের বাড়িতে পৌঁছে দিয়ে জানায়, পিকনিক শেষে জাহিদ জামা-কাপড় খুলে রেখে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে বাড়ি চলে এসেছে। এতে জাহিদের পরিবারের সন্দেহ হলে তারা রাতে শাহজাদপুর থানায় একটি জিডি মামলা দায়ের করে। সেই থেকে তিন দিন জাহিদ নিখোঁজ থাকার পর ২৬ জুলাই রোববার সকালে দরগারচর এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে রূপপুর নতুনপাড়া উড়িরচর ও শেরখালির দক্ষিণে করতোয়া নদীতে তার ক্ষত-বিক্ষত ও বিভৎস লাশ ভেসে ওঠে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জাহিদের পিকনিকের সাথী বন্ধুরা সবাই এলাকা ছেড়ে আত্মগোপন করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত জাহিদের পিতা আনোয়ার হোসেন মনি দাবি করেন, পিকনিকের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুরা পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে। শাহজাদপুর থানার এসআই কমল ও এসআই রেজাউল করিম জানান, নিহত জাহিদের হাত, গলা, নাক, চোয়ালসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন থাকায় এটিকে প্রাথমিক ভাবে হত্যা বলে ধারনা করা হচ্ছে। কিন্তু এখনো ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়ায় এ ব্যাপারে কিছু নিশ্চিত হওয়া যাচ্ছেনা। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। গত ৮ দিনেও চাঞ্চল্যকর এ হত্যা রহস্য উদঘাটিত না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
অর্থ-বাণিজ্য
কচির পদত্যাগের পর বিজিএমইএ-এর নতুন সভাপতি খন্দকার রফিকুল ইসলাম
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিজিএমইএ বোর্ড টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং উর্ম...
খেলাধুলা
মেসি জাদু, আলভারেসের জোড়া গোল; ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে আর্জেন্টিনা ছুটছেই। শুরুতেই হারের পর যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, দমানোর সাহস হয়নি কারও।
আন্তর্জাতিক
শাহজাদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্...
