শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুরের উপর দিয়ে পাবনার সকল বাস গতকাল শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ হয়ে গেছে। শাহজাদপুরের এক মটর শ্রমিককে পাবনার মটর শ্রমিকেরা মারপিট করার জের ধরে শাহজাদপুর মটর শ্রমিকেরা এ বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এ কারণে শাহজাদপুরের উপর দিয়ে পাবনার কোন বাস চলাচল করতে পারছেনা। ফলে এ দিন পাবনার কোন বাস বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, সিলেট, ঢাকা ও চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এ সববাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছে। শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জানান, শাহজাদপুর থেকে পাবনার উপর দিয়ে রাজশাহীগামী সাব্বির পরিবহনের হেলপার ইমরানকে বেড়া থেকে ছেড়ে যাওয়া একই রুটের কিংস পরিবহনের শ্রমিকরা এক সপ্তাহ আগে তুচ্ছ ঘটনায় বেধরক মারপিট করে। এই ঘটনার এখনও তারা বিচার পায়নি উল্টো গত বৃহস্পতিবার রাজশাহী যাওযার পথে পাবনার বাইপাসে সাব্বির পরিবহনের ড্রাইভার রজব আলী শেখকে আবারও কিংস পরিবহনের ড্রাইভার আব্দুল মোমেন অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারপিটের চেষ্টা করে। শুধু তাই নয় পাবনা মটর শ্রমিক ইউনিয়নের লোকজন সাব্বির পরিবহনের যাত্রী নামিয়ে দিয়ে বাসটি শাহজাদপুরে ফেরত পাঠিয়ে দেয় । এ কারনে শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে পাবনার সকল বাস শাহজাদপুরের উপর দিয়ে অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ করে দিয়েছে। পাবনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক একরামূল হক মারপিটের কথা অস্বীকার করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়ন পাবনা থেকে শাহজাদপুর হয়ে ঢাকা চট্রগ্রামসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়ায় পাবনার বাসযাত্রীরা চরম দূর্ভোগে পড়েছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে দ্রুত যাতে সমঝোতা হয় তার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। অপর দিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহম্মেদ বলেন, পাবনা ও শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের মধ্যে এ বিরোধ মিমাংসার পদক্ষেপ নেয়া হয়েছে। উভয় পক্ষের নের্তৃবৃন্দর সাথে কথা চলছে। আশা করাযায় দু এক দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, খুব শীঘ্রই এ সমস্যার সমাধাণে দু’পক্ষকে নিয়ে বৈঠক করা হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে ৩ দিন ধরে চলছে ড্রেজার মালিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
শাহজাদপুর প্রতিনিধি :: গত ৩ দিন ধরে শাহজাদপুর উপজেলার করতোয়া-ফুলজোর বালু মহলের শ্রমিক ও...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
শাহজাদপুরে যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের প্রজ্ঞাপন জারি
শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতাঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাহজাদপুরে...
ধর্ম
শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনু...
আন্তর্জাতিক
কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি হামলা
ভ্যাঙ্কুভার পুলিশ বলেছে, গতকাল শনিবার সন্ধ্যায় ভ্যাঙ্কুভারের সড়কে এক উৎসব চলাকালে ভিড়ের মধ্যে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়...
সম্পাদকীয়
কবিগুরুর ছোটনদীতে ভাসবে কী আর ‘সোনার তরী’ - স্থানীয় এমপি’র হস্তক্ষেপ কামনা
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহানের কাছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার...
