রবিবার, ০২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক : মহল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার পারকোলা মহল্লায় মাইকে ঘোষণা দিয়ে বর্তমান পৌর কাউন্সিলর বেল্লাল হোসেন ও সাবেক পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযূষ সমর্থিত গোষ্ঠীর মধ্যে এদিন রোববার ফের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেল্লাল গোষ্ঠীর সমর্থক আলী আজগর (৫৫) উপর্যোপুরি ফালার আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। ঘন্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইয়াছিন (১১), বেল্লাল (৩৫), পলান (৩২), বাবলা (২২), রাকিবুল (২৩), রতন (২৫), হাসানূর (২০), আশিক (২০), ছোরমান (২৫), জয়নাল (৩০) ও আফান আলী (৫০) কে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সংঘর্ষ চলাকালে মিরাজুল ইসলাম নামের এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়। সংঘর্ষ চলাকালে ছোরমান আলী, আফান আলীর বাড়িঘর ও পল্লী চিকিৎসক সাখাওয়াত চৌধুরীর চেম্বার ভাংচুর ও লুটপাট করা হয়। সরেজমিন পারকোলা গ্রাম ঘুরে জানা গেছে, পারকোলা মহল্লায় আধিপত্য বিস্তার নিয়ে বেল্লাল গোষ্ঠী ও পিযূশ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে উভয়পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জের ধরে গত শুক্রবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। এ ঘটনায় উভয়পক্ষই থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে উভয়পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে গতকাল রোববার ভোরে ৩টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পীযূশ গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেল্লাল গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে বেল্লাল গোষ্ঠীর সমর্থক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আলী আজগর (৫৫) নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন,‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে; কেউ গ্রেফতার হয়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

শাহজাদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গত রোববার ঐতিহ্যবাহী শাহজাদ...

বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যা রহস্য উদ্ঘাটন

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যা রহস্য উদ্ঘাটন

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...

নীলকরদের কুঠিবাড়ী থেকে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি//বর্তমানের রবীন্দ্র মিউজিয়াম - ১