শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার রাউতারা স্লুইচ গেট সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ রিং বাঁধের মেরামত কাজ ধীর গতিতে চলতে থাকায় তা সময় মত শেষ না হওয়ার আশংকা দেখা দিয়েছে। ফলে শাহজাদপুর উপজেলা সহ চলনবিল অঞ্চলের ৩ জেলার ৯টি উপজেলার প্রায় ৬০ হাজার হেক্টর জমির ইরি বোর ধান বন্যার পানিতে ডুবে যাওয়ার আশংকায় কৃষকেরা আতঙ্ক গ্রস্থ হয়ে পড়েছে। প্রতি বছর এসময় বাঁধটির মেরামতের কাজ শেষ হলেও এ বছর সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ২ মাস পর মেরামত কাজের টেন্ডার আহবান করেছে। বাঁধটির মোরামত কাজ দেরিতে শুরু হওয়ায় কৃষকদের মধ্যে এ আতংক ছড়িয়ে পরেছে। চলন বিল অঞ্চলের সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার ৯টি উপজেলা হলো শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, ভাঙ্গড়া, ফরিদপুর, চাটমোহর, সিংড়া ও গুরুদাসপুর।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রতি বছর শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি থেকে তাড়াশের নিমাইচরা বন্যা নিয়ন্ত্রন বাঁধের রাউতারা স্লুইচ গেট সংলগ্ন রিং বাঁধের এই অংশ টুকু বন্যার পানিতে ভেঙ্গে যায়। এ অঞ্চলের কৃষকেরা জাতে সময় মত পাকা ইরি-বোরো ধান ঘরে তুলতে পারে সে জন্য প্রতি বছর বাঁধটি মেরামত করা হয়। এ বাঁধ মেরামতের কাজ ফেব্র“য়ারী থেকে শুরু হয়ে মার্চ মাসের মধ্যে শেষ হয়। কিন্তু এ বছর বাঁধটি মোরামতের কাজ চলতি এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শুরু করা হয়েছে কিন্তু এখনা তা শেষ করা হয়নি। এ কারনে এ এলাকার কৃষকরা ফসল ডুবির এ আশংকা করছে। গতকাল শুক্রবার ২৪ এপ্রিল বাঁধ এলাকা ঘুরে দেখা গেছে, সিরাজগঞ্জ পানি উন্নয় বোর্ড কর্তৃক নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক জন বাঁধের পাশেই ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে তা বাঁধে ফেলে মেরামতের কাজ করা হচ্ছে। অপর দিকে এ বাঁধের প্রসস্ততায় কমিয়ে ফেলায় বাঁধটি পানির চাপে যে কোন মূহূর্তে ভেঙ্গে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এ বিষয়ে রাউতারা গ্রামের জমির উদ্দিন ও পোতাজিয়া গ্রামের লুৎফর রহমান নামের ২ কৃষক অভিযোগ করে বলেন, এই বোরো ধানের ওপরই আমাদের জীবন জীবিকা নির্ভর করে থাকে । তাই রিং বাঁধটির অভ্যন্তরে প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে ইরি-বোরা ধান আবাদ হয়ে থাকে। বর্তমানে ধান গুলো ফুে থোর বের হতে শুরু করেছে।এ ধান পাকতে আরও দেড় মাস সময় লাগবে। কিন্তু এ বাঁধের দক্ষিন পাশে বড়াল নদীতে বন্যার পানি ব্যাপক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। এ পানি আরও দ্রুত বৃদ্ধি পেতে থাকলে বাঁধটির মোরামত কাজ শেষ হওয়ার আগেই তা ভেঙ্গে বাঁধ অভ্যান্তরে বন্যার পানি ঢুকে হজার হাজার হেক্টর জমির আধাপাকা ফসল তলিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এ বাঁধ মেরামতের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুস ছালাম জানান, গত ৪ এপ্রিল সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড তাদের কার্যাদেশ দিয়েছে। কার্যাদেশ হাতে পেয়েই তাৎক্ষনিক ভাবে মোরামত কাজ শুরু করা হয়েছে। কার্যাদেশ পত্রটি আগে দেওয়া হলে কাজটি এতদিন শেষ হয়ে যেতো। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, সময় মত অর্থ বরাদ্দ না পাওয়ায় এবছর দেরিতে দরপত্র আহবান করা হয়। দেরিতেই হলেও মেরামত কাজ দ্রুত করা হচ্ছে। আশা করি বাঁধের মেরামত কাজ অতিসত্বর সম্পন্ন করা সম্ভব হবে কোন অসুবিধা হবেনা।
এ বছর শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটা কারখানা থেকে পাবনার ভাঙ্গুড়া উপজেলা পর্যন্ত বন্যা নিয়ন্ত্রন বাঁধের পাঁচটি স্থানে মেরামতের জন্য ১ কোটি ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে বরাদ্দ কৃত অর্থের অধিকাংশ টাকাই আতœসাৎ ও লোপাট করা হচ্ছে। ফলে বাঁধটি নিম্নমানের হয়ে তৈরি হচ্ছে। এ ব্যাপারে তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি!
শাহজাদপুরে রাতের আঁধারে কবরস্থান থেকে ১৬ মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাত...
শাহজাদপুর
রবির ভিসির নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি...
বিজ্ঞান ও প্রযুক্তি
অনুদান দিচ্ছে ফেসবুক
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সারাবিশ্ব। এমন পরিস্থিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফ...
আন্তর্জাতিক
লকডাউন তুলে নিল মস্কো
রাশিয়ায় মহামারি করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। আক্রান্তের দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরপরই...
