সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার রাউতারা এলাকায় চলনবিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে এ অঞ্চলের শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ, ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহর, সিংড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর, আত্রাই, রাণীনগর, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব অঞ্চলের হাজার হাজার গো-খামারে (বাথান) লালন পালন করা প্রায় ৩ লক্ষাধিক গবাদীপশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে গো-খামারীদের অবর্ণনীয় দুর্ভোগ-দুর্গতি পোহাতে হচ্ছে। দেশের দুগ্ধশিল্পের কেন্দ্রবিন্দু ওই অঞ্চলের গো-খামারীরা ওই বিশাল সংখ্যক গবাদীপশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে দিশেহারা হয়ে পড়েছে। এসব এলাকায় রোপিত উন্নতজাতের গো-খাদ্য ( কাঁচা ঘাস) ইতিমধ্যেই আকষ্মিক বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এ অঞ্চলে গো-খাদ্য কাঁচা ঘাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। আকষ্মিক বন্যার পানিতে বড়াল নদী তীরবর্তী রাউতারা-নিমাইচড়া চলনবিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে মুহুর্তেই এ অঞ্চলের বিস্তৃত গো-চারণ ভূমির বিশাল এলাকা প্লাবিত হয়েছে। ফলশ্রুতিতে, চলনবিলের বিস্তৃর্ণ ওই চারণ ভূমিতে লালন-পালনকৃত গবাদী পশু শ্যালো নৌকার মাধ্যমে পরিবহন করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে খামারীরা। কাঁচা ঘাস বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় চলনবিল অঞ্চলে গো-খাদ্য ব্যবসায়ীরা গো-খাদ্য খড় নৌকাযোগে বিভিন্ন স্থানের খামারীদের সরবরাহ করছে। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এর সাবেক ভাইস চেয়ারম্যান, সফল গো-খামারী মোঃ শফিকুর রহমান বলেন, ‘হঠাৎ করেই রাউতারা স্লুইচগেট সংলগ্ন এলাকায় রাউতারা-নিমাইচড়া রিং বাঁধটি ভেঙ্গে যাওয়ায় বাঘাবাড়ী মিল্কশেড এরিয়াসহ চলনবিলাঞ্চলের প্রায় ৩ লক্ষাধিক গবাদীপশু নিয়ে গো-খামারীরা চরম উদ্বেগ আর উৎকন্ঠায় পড়েছে। ইতিমধ্যেই এ অঞ্চলের গো-খামারীরা তাদের গবাদীপশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। সেইসাথে এ অঞ্চলে অকষ্মাৎ কাঁচা ঘাসের তীব্র সংকট সৃষ্টি হওয়াসহ গো-খাদ্যের তীব্র সংকট সৃষ্টি হয়েছে।’ এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব জানান,‘রাউতারা বাঁধ ভেঙ্গে যাওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে বালির বস্তা দিয়ে বাঁধের ওই স্থান সংস্কার করায় প্রতি বছরই এ ঘটনা ঘটে। ওইস্থানে ভাঙ্গন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে বৃহত্তর চলনবিলাঞ্চলবাসী ক্ষয়-ক্ষতির হাত থেকে রেহাই পাবে।’ পোতাজিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পর্কিত সংবাদ

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

শাহজাদপুর  প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...

করোনা: দিল্লির সীমান্ত সাত দিনের জন্য বন্ধ করলেন কেজরিওয়াল

আন্তর্জাতিক

করোনা: দিল্লির সীমান্ত সাত দিনের জন্য বন্ধ করলেন কেজরিওয়াল

করোনার সংক্রমণ ঠেকাতে ভারতের রাজধানী নয়াদিল্লির সীমান্ত এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী...

শাহজাদপুরে বেদেপল্লিতে মেরিনা জাহানের খাদ্য সামগ্রী  

রাজনীতি

শাহজাদপুরে বেদেপল্লিতে মেরিনা জাহানের খাদ্য সামগ্রী  

করোনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভাসমান বেদে সম্প্রদায়। সোমবার রাতে শাহজাদপুরে পোতাজিয়া ইউপির গঙ্গাপ্রসাদ গ্রামে...

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

আইন-আদালত

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...

৪ ফেব্রুয়ারী সালমান, সানি লিওন আসছেন ঢাকায়