বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
38713_f1 শাহজাদপুর সংবাদ ডটকমঃ দলে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাগাদা সত্ত্বেও পিছিয়ে যাচ্ছে তিস্তাচুক্তি। আগামী ১৩ই সেপ্টেম্বর শক্তি পরীক্ষার প্রথম রাউন্ড। কারণ এদিন বিধানসভার দু’টি আসনে উপনির্বাচন হবে। গত লোকসভা নির্বাচনে দু’টি আসন পেয়ে হাতেখড়ি দিয়েছে বিজেপি। এবারে তারা আদাজল খেয়ে মাঠে নেমেছে- বিধানসভায় এখনই তাদের দু’টি আসন চাই। তাদের সামনে ২০১৬ সালের বিধানসভা নির্বাচন। মমতা হটাও। মহাকরণ দখল করো। সেই মহারণের প্রস্তুতি এখন থেকেই। মোদি ক্ষমতায় থাকতেই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার দেখতে আগ্রহী। আর এটা ঘটলে বাংলাদেশকে নতুন শর্তে নতুন আবহে পশ্চিমবঙ্গের সঙ্গে মিতালি করতে হবে। লোকসভা নির্বাচনের পরে বিভিন্ন স্তরের দু’লাখের বেশি অ্যাক্টিভিস্ট বিজেপিতে নাম লিখিয়েছেন। পশ্চিমবঙ্গে দলের সংখ্যালঘু ও নারী সেলে গত ৬ মাসে সদস্য বৃদ্ধি ৫০ ভাগ ঘটেছে বলে দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিনহা। ঢাকার অনেকেই বিশেষ করে তিস্তাচুক্তির ওপর এর প্রভাবকে মনে রেখে এ বিষয়ে চোখ কান খোলা রাখছেন। কারণ বিজেপি ক্ষমতায় আসার আগে সীমান্তচুক্তির বিরোধিতা করলেও তিস্তাচুক্তি নিয়ে করেনি। যদিও তিস্তাচুক্তি প্রশ্নে কোন অগ্রগতি নেই। অনেকের ধারণা ২০১৬ সালের বিধান সভা নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে অপেক্ষা করতে হতে পারে। মমতা এ বিষয়ে আরও দু’বছর স্থিতাবস্থা বজায় রাখতে পারেন। নিজের ওপর চাপ না-ও বাড়াতে পারেন। অনেকের মতে অনিশ্চয়তা গভীর জেনেই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫শে আগস্ট সফররত ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভি. কে. সিংকে তিস্তা সম্পাদনে তাগাদা দিয়েছেন। বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি করতে। বাংলাদেশী সরকারি মুখপাত্র তা প্রকাশও করেছেন। পর্যবেক্ষকদের মতে এটা বিরল। অন্যদিকে দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমসের মতো পত্রিকায় শেখ হাসিনার তিস্তা বিষয়ক মন্তব্য ফলাও করে ছাপা হয়েছে। কিন্তু তার মন্তব্যের উত্তরে ভারতীয় প্রতিমন্ত্রী আদৌ কোন মন্তব্য করেছেন কিনা তা অপ্রকাশিত থেকেছে। লক্ষণীয়, মনমোহনের কংগ্রেসি সরকারের ধারাবাহিকতায় এবারেও মমতা ব্যানার্জি তার সরকারের কোন মন্ত্রীকে ঢাকায় পাঠাননি। জেনারেল সিংয়ের সঙ্গে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার শিল্পমন্ত্রী ঢাকা ঘুরে গেলেন। পর্যবেক্ষকরা লক্ষ্য করছেন বাম ফ্রন্টের সঙ্গে তৃণমূলের দীর্ঘকালীন লড়াইয়ের সমীকরণ বদলাচ্ছে। কারও মতে বামেদের বিদায় থিতু হচ্ছে! বামেরা বাংলাদেশকে তিস্তাচুক্তি দিতেও সোচ্চার নয়। তার জায়গায় নরেন্দ্র মোদির বিজেপি। অন্যদিকে ইতিহাসে এই প্রথম প্রণব মুখোপাধ্যায়ের কংগ্রেস, যেটা অন্তত ওই রাজ্যে অনেকটা তার হাতেই গড়ে উঠেছে, সেটি এখন মোদির বিজেপির খুব বেশি কাছাকাছি এসেছে। আর দৃশ্যত দুই দল মিলে কোণঠাসা করতে চাইছে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এদিকে বিজেপি অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশের বিরুদ্ধে সরব থাকার পাশাপাশি সংখ্যালঘু তোয়াজও শুরু করেছে। আগামী ১৩ই সেপ্টেম্বর বিধান সভায় কলকাতা মহানগরীর চৌরঙ্গী ও বসিরহাট দক্ষিণ আসনে উপনির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তার মিত্ররা বামফ্রন্টকেপ্রায় একেবারেই টার্গেট না করে তৃণমূল ও মমতাকে টার্গেট করে এগোচ্ছে। তূণের সব তীর ক্রমাগতভাবে নিক্ষেপ করা হচ্ছে তৃণমূলকে। গত ২৩শে আগস্ট কলকাতা সফরে এসে বিজেপির গুরু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাদিয়া মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। “অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সংখ্যা ইতিমধ্যে সাড়ে ৩ কোটি ছাড়িয়ে গেছে। আমরা এই বিষয়ে মমতা ব্যানার্জির কাছে ব্যাখ্যা চাই। গত ২৩শে আগস্ট মি. তোগাড়িয়ার এই বিবৃতির পরে মমতা কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের প্রচারাভিযানে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ ইস্যুতে নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জির মধ্যে তিক্ত বাদানুবাদ হয়েছে। গত ২৬শে আগস্ট অনুষ্ঠিত বিহারের উপনির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি। তবে কলকাতায় রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিনহা দাবি করেছেন, এক রাজ্যের ঘটনা অন্য রাজ্যে প্রভাব ফেলে না। বিহারের রাজ্যগুলোতে বর্ণ ও গোত্র রাজনীতিতে প্রভাব ফেলে। কিন্তু পশ্চিমবঙ্গে তা ঘটে না। সেখানে চলতি রাজনৈতিক সমীকরণ কি সেটাই বড় ফ্যাক্টর। পিটিআই জানিয়েছে, রাহুল সিনহা বলেছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে বিজেপি এখন একটি অলিখিত সন্ধিতে পৌঁছেছে। একজন তৃণমূল এমএলএ পদত্যাগ করায় চৌরঙ্গির আসনটি শূন্য হয়। বসিরহাটের আসনটি খালি হয় ওই আসনের বিধায়কের মৃত্যুর কারণে। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য দাবি করেন, এই উপনির্বাচনের দু’টোতেই কংগ্রেস প্রার্থী জয়ী হবেন। অন্যদিকে বামফ্রন্টও একই আশাবাদ ব্যক্ত করেছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গত ২১শে আগস্ট ওই দু’টি আসনের জন্য যথাক্রমে মৃণাল চক্রবর্তী ও ফয়েজ আহমেদ খানের নাম ঘোষণা করেছেন। মমতা ব্যানার্জি বেশ হিসাব কষেই প্রার্থী দিয়েছেন। কারণ বিজেপি ইতিমধ্যে সেখানে সংখ্যালঘু কার্ড খেলতে শুরু করেছে। তবে মূল লড়াই হবে তৃণমূল ও বিজেপির মধ্যেই। টাইমস অব ইন্ডিয়ার একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বসিরহাটে মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ বিজেপিতে যোগ দিয়েছে। রাজ্য বিজেপি নেতা সমীর ভট্টাচার্য বলেছেন, ‘বিধানসভা উপনির্বাচনে আমাদের দলের প্রথম শহীদ শেখ রহিম।’ নিউজ ওয়ান ইন্ডিয়া ওয়েবসাইটে অবিনাশ শর্মা লিখেছেন, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি রাহুল সিনহা বলেছেন, কলকাতার বুদ্ধিজীবীরা বুঝতে শুরু করেছেন যে, রাজ্য এমন সরকার ধারণ করতে পারে না, যারা শাসন বিষয়ক দায়িত্ব পালনে অপারগ। বিজেপিই এখন পশ্চিমবঙ্গের একমাত্র বাস্তব বিকল্প। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন পশ্চিমবঙ্গে একটি বিজেপি সরকার আসীন হবে। আসলে ইতিমধ্যে সব লক্ষণ ফুটে উঠেছে যে, ২০১৬ সালে মহাকরণের লাল দুর্গ দখলে লড়াইটা হবে বিজেপি ও তৃণমূলের মধ্যেই। বসিরহাটের এই নির্বাচনী এলাকাটিতে বিজেপি লোকসভা নির্বাচনে ৩০ হাজারের বেশি ভোটে অন্যদের চেয়ে এগিয়ে ছিল। অবশ্য তৃণমূল নেতারা বলছেন, লোকসভা নির্বাচনের ফল দেখে আসন্ন বিধান সভা উপনির্বাচনের পূর্বাভাস দেয়া সমীচীন হবে না। দুই নির্বাচনের দুই রসায়ন। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মানস ভূঁইয়া মনে করেন, বিজেপির উল্লম্ফন একটি সাময়িক প্রবণতা। দ্রুত কেটে যাবে। সিপিআইএম’র প্রবীণ নেতা বাসুদেব আচার্য বলেছেন, তাদের বাড়বাড়ন্ত গভীর উদ্বেগজনক। কারণ বিজেপি তো রাষ্ট্রীয় সেবক সংঘ-আরএসএস’র সাম্প্রদায়িক এজেন্ডা বাস্তবায়ন করবে।           শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/২৮০৮.২০১৪

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

রাজনীতি

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

আন্তর্জাতিক

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

আইন-আদালত

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...

শাহজাদপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

রাজনীতি

শাহজাদপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

সিরাজগঞ্জ শাহজাদপুরে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডায়া ও বেড়াকুচাটিয়া গ্রামবাসীর উদ্যেগে ডায়া বাজারে আওয়ামী...

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

শাহজাদপুর  প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...

সব কাপুরুষের দল

সম্পাদকীয়

সব কাপুরুষের দল

মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ কেউ প্রশ্ন তুলছেন দেশ স্বাধীন হওয়ায় আমরা কি পেলাম? কিছুই পাইনি। চোর, ডাকাত, লুটেরা পেয়েছি। ব...