বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর শহরের মনিরামপুর বাজারের নতুনমাটি থেকে স্থানীয় হাই স্কুল মাঠ পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধন চলাকালে ছাত্রলীগ নেতা মাহবুবে ওয়াহিদ শেখ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন শাহজাদপুর পৌর মেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমূল হক মিরু, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, আমিরুল ইসলাম সাহু, গোলাম মওলা আজম, হাসেমআলী, লিয়াকত হোসেন, ছাত্রনেতা ইসলাম শেখ, বিজয় মাহমুদ, নেসারুলহক, আরিফ, আকাশ, প্রতীক, ফারুক প্রমুখ। বক্তারা অবিলম্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কুচক্রীমহল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জাতির পিতাকে হত্যা করার মাধ্যমে দেশের ললাটে কলঙ্ক লেপন করে। এই হত্যার মধ্যে দিয়ে জাতি হিসেবে আমরা পিতৃহন্তা জাতিতে পরিণত হয়েছে। তাই বাকি খুনিদের দ্রুত ফিরিয়ে এনে তাদের ফাসির দাবি জানান। তারা আরও বলেন স্বাধীনতার অবিসংবাদিত নেতা, বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা বেঁচে থাকা মানে জাতি হিসেবে বাঙালি জাতির লজ্জিত হয়ে থাকা আমরা এই লজ্জার অবসান চাই। তাই জাতির পিতার খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের মৃত্যুদন্ড দেওয়ার জোর দাবী জানাচ্ছি। মানববন্ধন শেষে ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...
খেলাধুলা
মেসি জাদু, আলভারেসের জোড়া গোল; ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে আর্জেন্টিনা ছুটছেই। শুরুতেই হারের পর যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, দমানোর সাহস হয়নি কারও।
আন্তর্জাতিক
শাহজাদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্...
ধর্ম
শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনু...
আইন-আদালত
ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই
সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা...
আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি
