দীপংকর গৌতম শাহজাদপুর সংবাদ ডটকম : চিত্রকলায় যার ছবির বিষয় সম্পূর্ন গতির উপর নির্ভরশীল তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। তার ছবির ক্যানভাসের সঙ্গে প্রয়াত শ্বিবরেন্য শিল্পী এসএম সুলতানের বিশেষ মিল খুঁজে পাওয়া যায়। তবে পেশীবহুল মানুষ ও তার গতি তাকে সবকিছু থেকে আলাদা করে চিত্র কলার এক ভিন্ন আসনে আসিন করেছে। এই গতির উৎস কোথায়? একবার তাঁর সাক্ষাতকার নেয়ার সময় প্রশ্ন করলে তিনি বলেছিলেন,গতি ছাড়া যে কোন বস্তুই মৃত।তবে গতির শিক্ষা প্রথম পেয়েছি আমার শিক্ষক শিল্পী জয়নুল আবেদীমের কাছ থেকে। তার শিল্পকর্মের গতি আমাকে বিস্মিত করেছিলো বিশেষত তা ষাড় গরুর ছবিটা । ‘বিদ্রোহী’ নামের এছবিটার গতি মুগ্ধঘ হওয়ার মতো। শিলী শাহাবুদ্দিনের চিত্রকলার প্রাতস্বিকতা তাকে একটি প্রতিষ্ঠানে পরিনত করেছে।
তার কাজের যথাযথ মূল্যায়ন করেছে ফ্রান্সের সরকার তাকে নাইট উপাধি দিয়ে । চিত্রকলায় অসামান্য অবদানের জন্য ফ্রান্সের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন দেশবরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। ফরাসি সরকারের নাইট উপাধি দেয়াকে এক দারণ খবর বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী শাহাবুদ্দিন। ফ্রান্স থেকে গতকাল টেলিফোনে বিভিন্ন গনমাধ্যমে বলেন, অবশেষে ফরাসি সরকার এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। খুবই ভালো লাগছে। এখন আনুষ্ঠানিক ঘোষণা হলেও আগামী সেপ্টেম্বরে নাইট উপাধি প্রদানের অনুষ্ঠান হবে। তখনই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ফ্রান্সের প্যারিসে থাকা বাংলাদেশের প্রখ্যাত শিল্পী শাহাবুদ্দিনকে শেভালিয়র ডা এল'ওর্ডরে'তে (শিল্প ও সাহিত্যের জন্য নাইট) ভূষিত করা হয়েছে। এক অভিনন্দন বার্তায় ফ্রান্সের সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী অরলি ফিলিপেত্তি বলেন, ফ্রান্সের শিল্প-সংস্কৃতি অঙ্গনে তার অসামান্য অবদান রয়েছে। শুধু ফ্রান্স নয়, সারাবিশ্বের সংস্কৃতি ও চিত্রশিল্পে তার অনবদ্য কাজের স্বীকৃতি স্বরূপ এই উপাধি দেয়া হচ্ছে।
 
 
 
 
কোনো ব্যক্তি সরকারি চাকরিতে কমপক্ষে ২০ বছর বা পেশাগত কাজে ২৫ বছর যুক্ত থাকার পরই কেবল ফরাসি নাইট উপাধি পাওয়ার যোগ্য হয়। এর আগে প্রখ্যাত বাংলাদেশি মূকাভিনয় শিল্পী পার্থ প্রতীম মজুমদার ফ্রান্সের নাইট উপাধি পান। উল্লেখ্য, চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের পৈত্রিক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আলগী গ্রামে। ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন শিল্পী শাহাবুদ্দিন। তার বাবা তায়েবউদ্দীন প্রধান ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। মায়ের নাম সাইফুন্নেছা আহমেদ। তার স্ত্রী আনা ইসলাম কথা সাহিত্যিক ও শিল্প সমালোচক।
                                        
                                        
                    সম্পর্কিত সংবাদ
                    ৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
                    জীবনজাপন
কোঁকড়া চুলের সহজ সুন্দর লুক
তিনি আরও যোগ করেন, “প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কাজ হলো মামলার প্রস্তুতি, প্রমাণ সংগ্রহ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা— কা... শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার বেলা ১১টার দিকে ন... সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ আজমের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধ... ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(৫ নভেম্বর) সিরাজগঞ্জ শাহজাদপুরে ৫১তম জাতীয় সমবায় দি...
                
                    আইন-অপরাধ 
                    কারাগার কোথায় হবে, তা প্রশাসনের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
                    
                    অপরাধ 
                    শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!
                    
                    শিক্ষাঙ্গন 
                    শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে  উপাচার্য'র পদত্যাগের দাবি
                    
                    শাহজাদপুর 
                    শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
                    
