মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী মেয়র হালিমুল হক মিরুর ভাই হাসিবুল হক মিন্টুর 'সেনাপতি' নিস্তার বাহিনীর প্রধান চরমপস্থি নেতা নিজাম নিস্তার বন্দুকযুদ্ধে নিহত হয়েছে । বেড়া উপজেলার ঢালারচরে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে পাবনার ঢালারচরে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়ে পুলিশ বলছে, সে চরমপন্থি নিস্তার বাহিনীর প্রধান। তার নাম নিজাম নিস্তার।পুলিশের ভাষ্য, চরমপন্থীদের দুটি দলের মধ্যে গতকাল রাতে সংঘর্ষ ও গোলাগুলির খবর পায় পুলিশ। এর ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই পক্ষকে হটিয়ে দিতে পুলিশ গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও চরমপন্থীদের দুটি দলের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থলে নিস্তারের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পুলিশ জানায়, লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।পাবনার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম নিস্তার ওরফে নিজাম (৪০)। তার বাড়ি পাবনা সদর উপজেলায়। নিহত নিজাম নিস্তার পাবনা সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত বছরের ২১ নভেম্বর কুখ্যাত সন্ত্রাসী নিজাম নিস্তারের অত্যাচার থেকে পরিত্রাণ চেয়ে সংবাদ সম্মেলন করেছিলো কাথুলিয়া গ্রামবাসী। এদিন পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নিস্তারের অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনার জেরে গত ২৫ সেপ্টেম্বর কাথুলিয়া গ্রামের কোহিল হোসেন নামে এক যুবককে অপহরণ করে গুম করে নিজাম নিস্তার। এ ঘটনায় নিস্তারের শাস্তি দাবি করে থানায় মামলা করলে ক্ষুব্ধ হয় নিস্তার। তার হুমকি ধামকির পরেও এলাকাবাসী মামলা তুলে না নিলে গত ৮ নভেম্বর রাতে নিস্তারের নের্তৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল কাথুলিয়া গ্রামে হামলা চালিয়ে প্রায় ২০ টি বাড়িতে লুটপাট চালায়। বেদম মারধর করে নারী, শিশু, বৃদ্ধসহ প্রায় ৩০ জনকে। এ ঘটনার পর থেকে চরম নিরপত্তাহীনতায় ভুগছিলেন তারা। প্রসঙ্গত; পাবনার ঢালারচরে আলোচিত তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামী নিজাম নিস্তারের বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ প্রায় ২৫টি মামলা ছিল।

সম্পর্কিত সংবাদ

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

শাহজাদপুর  প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

আইন-আদালত

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

রাজনীতি

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...

৪ ফেব্রুয়ারী সালমান, সানি লিওন আসছেন ঢাকায়