শাহজাদপুর প্রতিনিধিঃ পল্লবী থানার কন্সটেবল দম্পতির বাসায় কাজের মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতর শাহজাদপুরের বাড়িতে শোকের মাতম দেখা দিয়েছে।
জানা যায়, শাহজাদপুর উপজেলার পৌর সদর রুপপুর নতুন পাড়া গ্রামের তাঁত শ্রমিক ফুলচানের মেয়ে হোসনেয়ারা (১৪) কে নির্মম নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত হোসনেয়ারার শরীরে ও গলায় একাধিক আঘাতের চিহ্ন ও একটি দাত ভাঙ্গা রয়েছে। অপরদিকে এটিকে আত্মহত্যা বলে লাশ গোপনে দাফনের চেষ্টা করলে ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় শেষ রক্ষা হয়নি। পুলিশ নিহতের লাশ ফুলচানের বাড়ি থেকে উদ্ধার করেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের পিতা ফুলচান জানান, হোসনেয়ারাকে লেখাপড়া করার উদ্দেশ্যে পার্শবর্তী সাঁথিয়া উপজেলার শেলন্দা গ্রামের মামা শ্বশুরের ছেলে আব্দুল আলিমের বাড়িতে রেখে দেন। তাকে না জানিয়ে তারা সেখান থেকে ঢাকার মিরপুর-১৪’র পুলিশ লাইন্সের ৩নং কোয়ার্টারের পল্লবী থানার কন্সটেবল দম্পতি জয়নব বেগম ও সাদ্দাম হোসেনের বাসায় ৬ মাস পুর্বে ঝি এর কাজে নিযুক্ত করে। গত সোমবার ভোরে মোবাইল ফোনে তাকে জানানো হয় তার মেয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুপুরে লাশ বাড়িতে এনে তরিঘরি করে দাফনের চেষ্টা করলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা লাশ চেকআপ করে নিহতর শরীরে ও গলায় একাধিক আঘাতের চিহ্ন ও একটি দাত ভাঙ্গা দেখতে পায়। এসময় পুলিশে খবর দিলে অন্যান্যরা মাইক্রোবাস নিয়ে সটকে পড়ে। এসময় কন্সটেবল জয়নবকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাবুল্লাহ বলেন, পল্লবী থানার কন্সটেবল দম্পতি জয়নব ও সাদ্দাম তাকে নির্যাতন করে হত্যা করেছে। এরপর এ হত্যাকে ভিন্ন খাতে প্রবাহের উদ্দেশ্যে তারা নানা রকমের ছল চাতুরির আশ্রয় নিয়েছে। তিনি এ ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশের রহস্যজনক ভুমিকার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অপর দিকে কন্সটেবল জয়নব বলেন হোসনেয়ারা তার বাসার বাথরুমে গলায় ফাস নিয়ে আত্মহত্যা করেছে। শাহজাদপুর থানার এসআই বানী ইসরাইল ও অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...
আন্তর্জাতিক
শাহজাদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্...
খেলাধুলা
শাহজাদপুরে শতবর্ষী খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন
বিষয়টি নিয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, 'শুনেছি স্থানীয় জনগণ মাঠ রক্ষায় মানববন্ধন করেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শনে রেলমন্ত্রী
বগুড়াসহ এ অঞ্চলের মানুষদের বহুল প্রতিক্ষিত বগুড়া- সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের কাজ দ্রুতই শুরু হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের সম...
আইন-আদালত
ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই
সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা...
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...
