শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ গতকাল দুপুরে শাহজাদপুর পৌরসদরের পুকুরপাড় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় চত্বরে বিভিন্ন ধরণের গাছের চারা বিতরণ ও রোপণ করেছেন সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক। ওই বৃক্ষরোপণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন শাহজাদপুর পৌরসভার মেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন চৌধুরী মিঠু, ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ুন কবির,শিক্ষক আব্দুল্লাহ বিন জামান, এনামুল হাসান চৌধুরী হিটু, আ’লীগ নেতা আপন,মামুন হোসেন প্রমূখ।এছাড় এদিন সকালে শাহজাদপুর পৌরসদরের প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরেও বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করেছেন সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক।এ সময় ওই স্কুলের প্রতিষ্ঠাতা এনামুল হাসান মোজমাল, প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। গত সোমবার তার উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ফলবান বৃক্ষের চারা বিরতণ করা হয়। বিকেলে উপজেলার দ্বারিয়াপুর গ্রামের রংধনু কিন্ডারগার্টেন এন্ড মডেল হাইস্কুল সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে এ সকল চারা বিতরণ করেন সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক।গত মঙ্গলবার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের খানকায়ে খাস মোজাদ্দেদীয়ায় সবুজ বিপ্লবের উদ্যোগে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বৃক্ষের চারা রোপণ করেন খানকায়ে খাস মোজাদ্দেদীয়ার পরিচালক আলহাজ আফসার আলী খাস মোজাদ্দেদীয়া পীর কেবলা ছাহেব-শাহজাদপুরী, পৌরসদরের পুকুরপাড়স্থ হাকিমিয়া আফছারিয়া খানকাহ’র খাদেম এনামুল হাসান হিটু, আবুল হাসনাত টিটো প্রমূখ।এ ব্যাপারে সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক বলেন,‘ যে হারে বায়ুমন্ডলে কার্বনের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে বায়ুমন্ডল উত্তপ্ত হয়ে উঠছে। ফলে এর ক্ষতিকর প্রভাব পড়ছে গ্রীণ হাউজের ওপর। এতে বরফ প্রধান দেশসমূহে তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে অতিমাত্রায় বরফ গলতে শুরু করায় সমুদ্রের পানির উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের একটি বৃহৎ অংশ সমুদ্রগর্ভে চলে যাবে। তাই এসব সমস্যা থেকে পরিত্রাণে, দেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই।’ উল্লেখ্য, গত কয়েক বছর ধরে শাহজাদপুরের বিভিন্ন স্থানে ব্যাক্তি উদ্যোগে প্রায় ২০ হাজার বিভিন্ন ধরণের বৃক্ষের চারা রোপণ করে আসছেন সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...
খেলাধুলা
মেসি জাদু, আলভারেসের জোড়া গোল; ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে আর্জেন্টিনা ছুটছেই। শুরুতেই হারের পর যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, দমানোর সাহস হয়নি কারও।
ধর্ম
শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনু...
আন্তর্জাতিক
শাহজাদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্...
আইন-আদালত
ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই
সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা...
আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি
