সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
06 শাহজাদপুর সংবাদ ডটকম: নারী শিক্ষায় আমরা ভারতের চেয়ে এগিয়ে বলে উল্লেখ করেছেন বাজিণ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। চাঁদপুরের কচুয়ায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, লোক সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ মনসুরউদ্দীনের জীবনলেখ্য সেমিনার ও লোকজ সংগীত অনুষ্ঠানে শনিবার বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামে অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণ করেন আরও তিন মন্ত্রী ও একজন এমপি। এরা হলেন-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রেলমন্ত্রী মো. মজিবুল হক ও এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর। প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘নারী শক্তিকে অগ্রসর করতে না পারলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। আমাদের শ্রমশক্তির মোট ৩০ শতাংশ নারী। এ দেশে নারী-পুরুষের বৈষম্য থাকবে না। আর তা হলেই দেশ এগিয়ে যাবে।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা একটি মৌলিক বিষয়। তিনি (ড. মনসুরউদ্দীন) আমার শিক্ষক ছিলেন। তিনি চরিত্র গঠনের শিক্ষা দিতেন। শিক্ষা দিতেন জ্ঞান অর্জনের। তিনি পাবনার মানুষ হওয়া সত্ত্বেও চাঁদপুরে তার নামে একটি কলেজ করায় আপনাকে (গোলাম হোসেন) ধন্যবাদ।’ বাজিণ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘শুধু বাংলাদেশেই নন, তিনি (ড. মনসুরউদ্দীন) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছিলেন। তার স্মৃতি ধরে রাখতে তার নামে যারা এ কলেজটি প্রতিষ্ঠা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।’ কলেজটির উদ্যোক্তাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ মহিলা কলেজকে আপনারা মহিলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করুন। এখানে অর্থমন্ত্রী রয়েছেন। আমরা এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করব।’‘নারী শিক্ষায় আমরা ভারত থেকে এগিয়ে’ বলেও মন্তব্য করেন তিনি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি এ কলেজের অন্যতম একজন প্রতিষ্ঠাতা। সেই সঙ্গে তিনি লোক সাহিত্যিক ড. মুহম্মদ মনসুরউদ্দীনের ছোট মেয়ের জামাতা। এ ছাড়া ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রেলমন্ত্রী মো. মজিবুল হক ও এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর তার কথা (ড. মনসুরউদ্দীন) গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশিষ্ট লোক সাহিত্যিক প্রয়াত ড. মনসুরউদ্দীনের নামে ২০০৯ সালে কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর পর ২০১০ সালে অনুমোদন, ২০১১ সালে শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০১২ সালে প্রথমবারের মতো শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেই ফলালফ শতাভাগ পাস। এর পর থেকেই শতভাগ পাসের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের সমন্বয়ে শিক্ষার্থীদের বই, পোশাক ও জুতা বিনামূল্যে দেওয়া হয়। অবৈতনিক এ কলেজে বিজ্ঞানাগার ও দশ শতাধিক বই সম্বলিত গ্রস্থাগার, ২৫টি কম্পিউটার নিয়ে ওয়াইফাইসহ আধুনিক তথ্য ও প্রযুক্তি ল্যাব ও পাঁচটি প্রজেক্টর রয়েছে। বর্তমানে এ কলেজের অধ্যক্ষসহ ১৮ শিক্ষক এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের মোট ৪০৯ শিক্ষার্থী রয়েছে। ৬০০ আসন বিশিষ্ট অডিটরিয়ামসহ রয়েছে দূরের ছাত্রীদের জন্য ১২০ আসন বিশিষ্ট আধুনিক ছাত্রীনিবাস। শুধু পড়ালেখাই নয়, সাস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডেও এগিয়ে রয়েছে কলেজটি। জেলার বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়ে কলেজটি বেশ সাফল্য অর্জন করেছে। জানতে চাইলে কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত বলেন, ‘কলেজ প্রতিষ্ঠানলগ্ন থেকে পরিচালনা পর্ষদের সহযোগিতায় এবং আমাদের আপ্রাণ চেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আমরা এ ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।’ সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লোকসাহিত্যিক ড. মনসুরউদ্দীনের জীবনালেখ্য নিয়ে স্মৃতিচারণ করে প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির সাবেক চেয়ারম্যান সেলিনা রহমান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের উপ-পরিচালক ড. নিরুশামছুন্নাহার। চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল, পুলিশ সুপার আমির জাফর, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি শাহাদাত হোসেন মিয়া, কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত, কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

ভাড়াটিয়ারা ভাড়া দিতে না পেরে মালপত্র রেখে ঘর ছেড়ে পালাচ্ছেন

জাতীয়

ভাড়াটিয়ারা ভাড়া দিতে না পেরে মালপত্র রেখে ঘর ছেড়ে পালাচ্ছেন

কভিড-১৯ এর প্রভাবে শিল্প, ব্যবসা-বাণিজ্য, নির্মাণসহ সব খাত স্থবির হয়ে পড়ায় গত কয়েক মাসে কর্মহীন হয়ে পড়েছেন রাজধানীর লাখ...

খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী

জাতীয়

খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী

করোনার কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় উৎপাদন আরও অনেক বাড়াতে হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জ...

শাহজাদপুরে ফসলী জমি রক্ষায় আদালতের কারণ দর্শানোর নোটিশ; বন্ধ হয়নি বালু ভরাট কাজ

অপরাধ

শাহজাদপুরে ফসলী জমি রক্ষায় আদালতের কারণ দর্শানোর নোটিশ; বন্ধ হয়নি বালু ভরাট কাজ

শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিনিধি, ১২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর উপজেলার পাড়কোলা মৌজায় টেকনিক্যাল স্কুল এন্...

শাহজাদপুরে রাসুল (সাঃ) এর জীবন ও কর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে রাসুল (সাঃ) এর জীবন ও কর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে নবী ও রাসুল হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...