শাহজাদপুর সংবাদ ডটকম, এসএস মিঠু (জয়পুরহাট) : ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ‘৭১এর মানবতা বিরোধী মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলিমের মৃত্যুর দুদিন পর সোমবার যোহরের নামাজের পর বিকাল সোয়া তিনটায় জয়পুরহাট ষ্টেডিয়ামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে তার নিজ বাসভবন সংলগ্ন পারিবারিক গোরস্থানে মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়েছে। ওই জানাজা নামাজে ইমামতি করেন জয়পুরহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।
জানাজায় উপস্থিত বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলিমের চার ছেলের মধ্যে বড় ছেলে বিশিষ্ট আইটি ব্যবসায়ী ফয়সল আলিম তার বাবাকে সম্পূর্ন নির্দোষ দাবি করে বলেন, ‘আমার বাবার রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। তিনি জ্ঞানত: কারও কোন ক্ষতি করেন নি।জয়পুরহাটের মানুষ তাকে প্রচন্ড ভালবাসতো।সে কারনেই তার এই নামাজে জানাজায় হাজার হাজার মানুষ শরিক হয়েছে।এখানকার মানুষদের সাথে নিয়ে তার এ রায়ের বিরুদ্ধে মরনোত্তর মামলা (আপিল) চালিয়ে যাব। প্রমান করে দিবো তিনি নির্দোষ ছিলেন।
ওই সময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জয়পুরহাট পৌর সভার মেয়র আব্দুল আজিজ মোল্লা,সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান,আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাছ আলী মন্ডল, বিএনপি দলীয় সাবেক এমপি অ্যাডভোকেট এইএম খলিলুর রহমান,সাবেক পৌর মেয়র ,উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারন সম্পাদক ফজলুর রহমান,জেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান,জয়পুরহাট নাগরিক কমিটির সভাপতি আব্দুস সোবহান, বিএনপি দলীয় সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা,আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ধলাহার ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক প্রমুখ। জানাজায় বিএনপি-আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অনুসারী ছাড়াও জেলার বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। এর আগের দিন (রোববার) বিকালে বাদ আছর- ঢাকায় বনানীর চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজ অনুষ্ঠিত হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলিম শনিবার দুপুর সোয়া একটায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল আলিমকে ২০১১সালের ২৭মার্চ রোববার রাত সাড়ে ৯টায় জয়পুরহাট শহরের থানা (পুলিশ ষ্টেশন) সংলগ্ন তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে আর্ন্তজাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ১৭টি অভিযোগ দাখিল করা হলে ৯টি অভিযোগ প্রমানিত হওয়ায় ২০১৩সালের ৯অক্টোবর সংশ্লিষ্ট আদালত তাকে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির পর ফুসফুসে অস্ত্রপচার করা হয়। অস্ত্রপচারের পর তার অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার তিন দিনের মাথায় গত শনিবার দুপুর সোয়া ১টায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ১মেয়ে ও ৪ছেলে রেখে গেছেন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে ৮ স্কুল শিক্ষার্থীকে মারপিটের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার
শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বার...
বিনোদন
সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে
মোঃ ওমর ফারুকঃ সার্বক্ষণিক মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন বার্ট সেফটি হাউজের চেয়ারম্যান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব... নিজস্ব প্রতিনিধি : আজ বুধবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির... শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার...
শাহজাদপুর
মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন মামুন বিশ্বাস
ফটোগ্যালারী
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আয়নুল হকের ইন্তেকাল
স্বাস্থ্য
শাহজাদপুরে বিশ্ব পানি দিবস পালিত
