রবিবার, ০২ নভেম্বর ২০২৫

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ শনিবার সকাল ১০টার দিকে শাহজাদপুর উপজেলার হাঁট কৈজুরী গ্রামে ঈদের ফিরতি যাত্রীবাহী শ্যালো নৌকা থেকে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম গ্রুপের সাথে সাবেক ইউপি মেম্বার শুকুর প্রামানিক গ্রুপের এক ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘন্টা ব্যাপী এ হামলা সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৫ বাড়ি, ৪ দোকান, ১ তেল মিল ও শেখ রাসেল স্মৃতি সংসদে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ হামলা সংঘর্ষর সময় পুরো বাজার এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। আতংকে ব্যাবসায়ীরা দোকানপাট বন্ধ করে প্রাণ ভয়ে ছুটে পালায়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের প্রায় ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে শাহজাদপুর, উল্লাপাড়া, বেড়া, সিরাজগঞ্জ ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আল মাহমুদ (৪০), আলতাব হোসেন (৩৫), নজরুল ইসলাম (২৭), আব্দুল লতিফ (৫২), শুকুর মেম্বার (৬৫), ফারুক হোসেন (৩০), কামাল হোসেন(৩৬), সেলিম (৪০), সাদ্দাম হোসেন (২৪), আব্দুস সালাম (৩৭), জিন্না (৩৫), শাহিন প্রামানিক (৪০), মনি (৩৮), শাকিল (১৭), আব্দুল মতিন ব্যাপারী (৫০), নজরুল ইসলাম (৪৫), জাহিদ হোসেন (২২), আনসার আলী প্রামানিক (৫০), জুয়েল প্রামানিক (৩৫), শামছুল আলম (৪৫), আশরাফুল ইসলাম (৪০), তৌহিদ (৩৫), খেজাবত প্রামানিক (৫০), নজির হোসেন (৫০) প্রমুখ। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কৈজুরী বাজার শ্যালো ঘাট থেকে ঈদের ফিরতি যাত্রী নিয়ে ঢাকাগামী ইঞ্জিন চালিত শ্যালো নৌকা থেকে সাইফুল চেয়ারম্যান গ্রুপের মারফত, মতিন, আনসার, ও রেজাউল গং ২০০ টাকা থেকে ৫০০ টাকা করে চাঁদাবাজী করে আসছিল। শুকুর মেম্বার গ্রুপের ফারুক, কালাম, সেলিম, সাদ্দাম, নজরুল এ চাঁদাবাজীর প্রতিবাদ ও বাঁধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের প্রায় ৫ শতাধিক কর্মী সমর্থক লাঠি, ফাঁলা, হলঙ্গা, টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা সংঘর্ষে ঝাপিয়ে পড়ে। ২ঘন্টা ব্যাপী এ হামলা সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ, ৫ বাড়ি, ৪ দোকান, ১ তেল মিল ও শেখ রাসেল স্মৃতি সংসদে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মৃদু লাঠি চার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুকুর প্রামানিক গ্রুপের জিন্না ও এ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী জানান, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন বেশ কিছুদিন হলো ক্ষমতার প্রভাব খাটিয়ে কৈজুরী হাঁট-বাজার শ্যালো ঘাট, দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ঈদ বখরার নামে চাঁদাবাজী করে আসছিল। সর্বশেষ ফিরতি ঢাকাগামী যাত্রীবাহী শ্যালো নৌকা থেকে চাঁদাবাজী করার প্রতিবাদ করায় তারা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালায়। অপর দিকে সাইফুল চেয়ারম্যানের ভাই কৈজুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক মাষ্টার জানান, শ্যালো নৌকা মালিকরা খুশি হয়ে আমাদের লোকজনদের মিষ্টি খাওয়ার জন্য ২০০ টাকা বকশিষ দেয়। শুকুর মেম্বার গ্রুপের লোকজন এ বকশিষ না পেয়ে ক্ষুব্ধ হয়ে আমাদের লোকজনের উপরে হামলা ও মারপিট করে। এর প্রতিবাদ করায় তারা লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে আমাদের লোকজনদের আহত করে। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশার চেষ্টা চলছে। এব্যাপারে শাহজাদপুর থানার এস আই বানী ইসরাইল ও এস আই দুলাল হোসেন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। আবারও হামলা সংঘর্ষের আশংকায় কৈজুরী বাজার এলাকায় ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে। বাজারের থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

শাহজাদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গত রোববার ঐতিহ্যবাহী শাহজাদ...

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

জীবনজাপন

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে...

বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যা রহস্য উদ্ঘাটন

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যা রহস্য উদ্ঘাটন

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...