বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বুধবার, ২২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করা হলেও উদ্বোধনের প্রায় আড়াই বছর পরও তা বাস্তবায়ন হয়নি। ২০১৬ সালের ৪ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নিতকরণ ও প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও অদৃশ্য কারণে অদ্যাবধি তা ৫০ শয্যায় উন্নিত হয়নি। অপরদিকে, প্রয়োজনীয় জনবল, রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতি এবং চিকিৎসকের অভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার লাখ লাখ দুস্থ ও অসহায় মানুষ। এদিকে, নানা সমস্যায় জর্জরিত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা শত শত অসহায় মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে প্রতিনিয়তই নানা হয়রানি ও দূর্ভোগের শিকার হচ্ছে। গত বৃহস্পতিবার উপজেলার পোতাজিয়া গ্রামে স্থাপিত স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে ৩১ শয্যা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নিত করে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত প্রয়োজনীয় লোকবল ও চিকিৎসক নিয়োগ না দেয়ায় হয়নি। ফলে নব-নির্মিত ভবনে শুধুমাত্র অতিরিক্ত ১৯ টি শয্যা (বেড) স্থাপন ছাড়া আর কিছুই করা হয়নি। অন্যদিকে, চিকিৎসকের অভাবে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা মুখথুবড়ে পড়েছে। জানা গেছে, ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন আরএমও (রেসিডেন্টশিয়াল মেডিকেল অফিসার), ১ জন মেডিসিন বিশেষজ্ঞ, ১ জন গাইনী, ১ জন শিশু বিশেষজ্ঞ, ১ জন এ্যানেস্থেসিয়া, ১ জন ডেন্টিস্ট, ২ জন মেডিকেল অফিসার সহ ১০ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ৪ জন চিকিৎসক রয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও কিছুদিন দায়িত্ব পালন করেই তারা নানা অজুহাতে তদবির করে বদলি হয়ে অন্যত্র চলে যায়। এদিকে, এ্যানেস্থেসিয়া বিভাগে কোন চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে সিজারিয়ান ডেলিভারি বন্ধ রয়েছে। পাশাপাশি হাসপাতালের ১৭ জন নার্সের স্থলে ১৩ জন, চতুর্থ শ্রেণীর ২৭ জনের স্থলে ২০ জন, ৫ জন পরিচ্ছন্নকর্মীর স্থলে ২ জন এবং ২ জন নাইট গার্ডের স্থলে ১ জন কর্মরত রয়েছেন। হাসপাতালের ৩টি অ্যাম্বুলেন্সের মধ্যে ২টি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে থাকলেও তা মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছে না। বাকী ১টি দিয়ে চলছে সেবা কার্যক্রম। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক মানের এক্স-রে মেশিন, আলট্রাসোনোগ্রাফি মেশিন, ইসিজি ও উন্নত মানের প্যাথলজিকাল সুবিধা না থাকায় রোগীদের প্রতিনিয়তই নানা দূর্ভোগ পোহাতে হয়। যে কোন পরীক্ষার জন্য রোগীর স্বজনদের ৩ কিলোমিটার দূরে উপজেলা সদরের বিভিন্ন ক্লিনিক ও প্যাথলজিকাল সেন্টারে ছুটতে হয়। এর ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অন্যদিকে, হেলথ্ কমপ্লেক্সের ডাক্তারদের জন্য দুটি কোয়ার্টার থাকলেও সংস্কারের অভাবে তা জরাজীর্ন ও বসবাসের অনুপযুক্ত অবস্থায় পড়ে থাকলেও সংস্কার বা মেরামতের কোন উদ্যোগ নেই। এদিকে, বাউন্ডারী ওয়াল না থাকায় প্রতিদিন এলাকার শত শত মানুষ হাসপাতালের ভিতর দিয়ে যাতায়াত করায় হাসপাতালের নিরাপত্তার অভাবের পাশাপাশি পরিবেশ বিঘিœত হচ্ছে । অপরদিকে, ডাক্তার ও কর্মচারীদের বসবাসের পরিত্যক্ত ভবনে চলছে নানা অসামাজিক কর্মকান্ড। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জোবায়দা মেহেরনাজ স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যা ও রোগীদের দূর্ভোগের কথা স্বীকার করে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নিত করা হলেও প্রশাসনিক অনুমোদন এবং প্রয়োজনীয় লোকবল ও চিকিৎসক নিয়োগ না দেওয়ায় তা বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন চিকিৎসকের পদ থাকলেও তিনি ছাড়া হাসপাতালে ১ জন চিকিৎসকও নেই। এক প্রশ্নের জবাবে তিনি জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে ৪ জন মেডিকেল অফিসার এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা চালানো হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলার ১০টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে কোন মেডিকেল অফিসার নেই। মেডিকেল এ্যাসিট্যান্ট দিয়ে এ সকল উপস্বাস্থ্য কেন্দ্র চালানো হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট সহ নানা সমস্যার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান । পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

রাজনীতি

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

আন্তর্জাতিক

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

আইন-আদালত

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...

শাহজাদপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

রাজনীতি

শাহজাদপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

সিরাজগঞ্জ শাহজাদপুরে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডায়া ও বেড়াকুচাটিয়া গ্রামবাসীর উদ্যেগে ডায়া বাজারে আওয়ামী...

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

শাহজাদপুর  প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

বাংলাদেশ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ,...