বেলকুচি প্রতিনিধি :-বাংলাদেশ নদীমাতৃক দেশ। আর এর প্রাণ সৃষ্টি করেছে প্রধান তিন নদী পদ্মা, মেঘনা, যমুনা। । যমুনানদীর করাল গ্লাসে বেলকুচি উপজেলা সহ সিরাজগঞ্জ জেলা বাসীর অনেক সম্পত্তি বিলীন হয়ে গিয়েছে। সেই যমুনা নদীতে এখন হাঁটু জল। প্রবল স্রোতস্বিনী এ নদীর বুকে এখন ধু ধু বালুর চর। বিস্তীর্ন অঞ্চল পরিণত হয়েছে ফসলি মাঠে। যমুনায় চলছে ধান,সরষে, বাদাম এবং আলু চাষ। ভারতের পানি নিয়ন্ত্রন প্রক্রিয়ার কারনে যমুনা নদী স্বাভাবিক নাব্যতা হারিয়ে ফেলেছে। নদীর বুকে বর্ষায় পলি পড়ে নদীতে স্রোত না থাকায় যমুনা এখন মরে খালে পরিণত হয়েছে। চরাঞ্চল এলাকায় সেচ প্রকল্প গুলো সঙ্কটের মুখে পড়েছে। অবস্থা এমন হয়েছে যে শুষ্ক মওসুমে অগভীর নলকুপেও পানি উঠছে না। ফলে এ অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে অনেক আগেই। এর ফলে দ্রুত কমে যাচ্ছে আবাদি জমি। উত্তাল যমুনা আজ যৌবন হারা, মরাখাল, শীর্ন। এক সময়ে যে নদের প্রশস্ততা ছিল ৮/১০ কিঃমিঃ আজ সেটি ভরাট হতে হতে স্থান ভেদে কোথাও ১/২শ মিটারে দাঁড়িয়েছে। সেই সাথে কমেছে এর নাব্যতা, চঞ্চলতা। যে নদীর উত্তাল ঢেউ ছাপিয়ে যেত দু’কূল, সেই যমুনা আজ উত্তালহীন ভরা বর্ষাতেও। তার সেই তর্জন-গর্জন এখন আর শোনা যায় না। শুস্ক মওসুমে এর দিকে তাকালে চার দিকে চোখে পড়ে এক হাহাকার। যমুনার বুক চিরে পালতোলা নৌকা, দুই ধারের কাশবনের সারি, কিংবা মাল বোঝাই নৌযানের ভীড়। যমুনার আগ্রাসনে কত শত পরিবার যে নিশ্বঃস হয়েছে তার হিসেব নাই। এখানেও অসংখ্য পরিবার নদী ভাঙ্গা গড়ার সাথে বেঁধেছে তাদের জীবন। এপর্যন্ত কত শত একর জমি ও ঘরবাড়ী এই যমুনার কড়ালগ্রাসে হারিয়ে গেছে তার কোন সঠিক হিসাব নাই। দিন যত যাচ্ছে এই যমুনা নিঃশেষিত হয়েই চলেছে। ততই বিপন্ন হচ্ছে হাজার হাজার হেক্টর জমির কৃষি।যমুনা সেতু নির্মানের পর থেকে যমুনার গতিপথ পরিবর্তন হয়েছে। সেতুর পিলার নদীর নাব্যতার জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। যোগাযোগের প্রশ্নে স্বস্তি এলেও নদী রূপ হারানোর আশংকায় এলাকাবাসীকে তাড়া করে ফিরছে। প্রতি বছর বর্ষা মওসুমে নদীর তীরবর্তী অঞ্চলে ভাঙ্গন শুরু হলেও স্থানীয় পানি উন্নয়ন বোর্ড লোক দেখানো ড্রেজিং শুরু করে। যা অধিকাংশ সময় আবার বন্ধ থাকে। যমুনা নদীতে জেগে উঠেছে বিশাল বিশাল বালু চর। সেই সাথে কমেছে পানি প্রবাহ। যমুনায় অনেক স্থানে এখন হেঁটেই পার হওয়া যায়। সেই পাল তোলা নৌকা আর উত্তাল ঢেউ সহ মাঝিদের দৌড় ঝাঁপ এখন আর চোখে পড়ে না।
সম্পর্কিত সংবাদ
৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
৪ ফেব্রুয়ারী সালমান, সানি লিওন আসছেন ঢাকায়
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক... ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক... নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জয়পুরা গ্রামের নির্মাণ শ্রমিক আলামিন হোসেন জিপিএ ৫ পেয়েছে। সে ওই গ্রামে...
আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
স্বাস্থ্য
৫টি উপায়ে মনকে নিয়ন্ত্রণে রাখুন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পড়াশোনা
অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত শাহজাদপুরের কৃতী শিক্ষার্থী আলামিনের
