রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
বেলকুচি প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জেলকে কেন্দ্র করে আইনশৃংখলা বাহিনীর চোখে ঘুম নেই। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিরাজগঞ্জ জেলা সহ প্রতিটি উপজেলায় চোখ রাখছে আইনশৃংখলা বাহিনী, বাড়ানো হয়েছে গোয়েন্দা কার্যক্রম। ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে যাতে কেউ অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পরে সেজন্য বার্তা দিয়েছে জেলা ও উপজেলার আইনশৃংখলা বাহিনী। আইনশৃংখলার বাহিনীর একাধিক সূত্র জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশ, বিট পুলিশ, সর্বস্তরের জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বৈঠকে সব ধরনের অরাজকতা সৃষ্টি শুরুতেই প্রতিরোধ করতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। গোয়েন্দা কার্যক্রম জোরদারের পাশাপাশি স্থানীয়দের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে। বিশেষ কারণ ছাড়া ছুটি না নিতে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বলা হয়েছে। সূত্র আরো জানায়, পুলিশ, র‌্যাব, ডিবি সদস্যরা সমন্বয় করে কাজ করছে। রায় পরবর্তীতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃংখলা বাহিনী। সিরাজগঞ্জ জেলা সহ প্রত্যেকটি উপজেলা থানা পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। টহল বা অভিযানে পুলিশ সদস্যরা একা না গিয়ে একসঙ্গে টহল দিচ্ছে। জেলার প্রতিটি উপজেলায় কোনো নাশকতা হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পুলিশ প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ। যে কোন নাশকতা প্রতিরোধে জনগণকেও পাশে থাকতে হবে। বিচারাধীন একটি মামলার রায় পববর্তী সময়ের পর জেলা, উপজেলা এবং থানা এলাকায় কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘিœত করার অপপ্রয়াস চালাতে পারে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে। সর্বত্র শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশের বিশেষ নজরদারী রয়েছে । পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তীর পর থেকে জেলা ও উপজেলার থানা এলাকার সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কৌশলগত ভাবে টহল দিচ্ছে পুলিশ প্রশাসন। রায় ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রস্তুত আছে বলে সূত্রে জানা গেছে। আইনশৃংখলা বাহিনী নাশকতা ও অরাজকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে বলে সূত্রে জানা গেছে। সূত্রে আরও জানা যায়, বিচারাধীন একটি মামলার রায়কে কেন্দ্র করে পরবর্তী সময়ে জেলা ও উপজেলা এবং থানা এলাকায় কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘœতা করার অপপ্রয়াস চালানোর চেষ্টা করলে তা প্রতিরোধ করার ক্ষমতা আছে আইনশৃৃংখলা বাহিনীর। পুলিশের সার্বক্ষনিক মোটরসাইকেল টহল অব্যাহত আছে। পুলিশ যে কোন নাশকতা ও অরাজকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এ ব্যাপারে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বেলকুচি উপজেলার প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে কোন অপ্রীতিকর ঘটনা বা নাশকতা মূলক কাজ না করতে পারে তার জন্য প্রস্তুত রয়েছে বেলকুচি থানা পুলিশ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ৯৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য

শিক্ষাঙ্গন

শাহজাদপুরে ৯৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর উপজেলায় ৯৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদ...

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে

বিনোদন

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে

বিশিষ্ট শিক্ষাবিদ ড. মযহারুল ইসলাম ও নূরজাহান মযহারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

শাহজাদপুর

বিশিষ্ট শিক্ষাবিদ ড. মযহারুল ইসলাম ও নূরজাহান মযহারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

উক্ত দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান ক...

বিষ্ময়কর এক ফল 'চালতা'

দিনের বিশেষ নিউজ

বিষ্ময়কর এক ফল 'চালতা'

আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন