সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে ৫৬৪ লিটার ভোজ্যতেল (সয়াবিন) ও ৪৪৭ কেজি ডাল চিনি উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
এদিকে দ্বায়িত্বহীনতার অভিযোগ উঠেছে ট্যাগ অফিসারের বিরুদ্ধে তবে, কিভাবে কি হল তা কিছুই জানেন না ট্যাগ অফিসার হিসাবে নিয়োজিত উপজেলা পরিসংখ্যান অফিসার এস এম মোখলেছুর রহমান।
জানা যায়, পণ্যগুলো গতসোমবার উপজেলার কৈজুরি ইউনিয়নের গুধিবাড়ী বাজারে ১০৩৮ জন টিসিবির কার্ড হোল্ডারদের মধ্যে বিক্রির কথা ছিল। টিসিবির এ পণ্য গুলো ডিলার মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মাধ্যমে টিসিবির কার্ড হোল্ডারের কাছে সুলভ মূল্যে বিক্রির কথা থাকলেও ডিলার বখতিতার প্রায় ২৫০টি কার্ডের পন্য এদিন কার্ড হোল্ডারের মধ্যে বিক্রি না করে তিনি পৌরসদরের মোদকপাড়ার তার নিজ বাড়িতে রেখে দেন। গোপন সংবাদদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা গতসোমবার রাত দশটার দিকে ডিলার বখতিয়ারের বাড়ি থেকে থানা পুলিশের সহযোগীতায় পণ্য গুলো জব্দ করে থানা হেফাজতে পাঠিয়ে দেন। আরও জানা যায়, পণ্য গুলো থানাতেই রয়েছে। তবে মালামাল উদ্ধারের সময় মেসার্স বকতিয়ার এন্টানপ্রাইজের মালিক বখতিয়ারকে বাড়িতে পাওয়া যায়নি।
এ বিষয়ে মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ার জানান, আমি গতসোমবার পণ্য গুলো গুধিবাড়ী বিক্রয় করতে যাই, বিকাল ৪ টার দিকে কার্ডধারী লোকজন শেষ হয়ে যায়, তখন টিসিবির কার্ড হোল্ডার না থাকায় আমি তিন জন ইউপি সদস্যকে জানিয়ে মালগুলো নিয়ে আসি, আর বলে আসি যারা পায়নি তাদের বিষয়ে আমাকে বলিয়েন পরবর্তিতে মাল দেওয়ার সময় এ মালগুলো তাদের বুঝিয়ে দিয়ে দিবো। অপরদিকে ট্যাগ অফিসার হিসাবে নিয়োজিত উপজেলা পরিসংখ্যান অফিসার এস এম মোখলেছুর রহমান জানান পন্য শেষ করেই আমি এসেছি।
এদিকে শাহজাদপুর থানার এস আই পিষুস সাহা জানান, পণ্যগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ডিলার বখতিয়ারের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে ।
তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা’র মুঠোফোনে বারংবার ফোন দিয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
সম্পর্কিত সংবাদ
৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
৪ ফেব্রুয়ারী সালমান, সানি লিওন আসছেন ঢাকায়
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক... সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে নবী ও রাসুল হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...
আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
স্বাস্থ্য
৫টি উপায়ে মনকে নিয়ন্ত্রণে রাখুন
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে রাসুল (সাঃ) এর জীবন ও কর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
