রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার ১৬ই ডিসেম্বর সকাল ৯টায় শাহজাদপুর পৌর শহরের কান্দাপাড়ায় অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অস্থায়ী প্রশাসনিক ভবন-১ এ জাতীয় পতাকা উত্তোলণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ আব্দুল লতিফ, রেজিস্ট্রার মোঃ সোহরাব আলীসহ সকল শিক্ষক, প্রশাসনিক সকল কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা।
পরে প্রশাসনিক ভবন থেকে ভিসির নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন প্রাণীর, বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী চিত্রকর্ম ও মুক্তিযুদ্ধের কৃত্রিম মুর্যাল সংবলিত একটি দৃষ্টিনন্দন র্যালী বের হয়। র্যালীটি শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ গিয়ে শেষ হয়।
সেখানে ভিসি, ট্রেজারার ও রেজিষ্ট্রারের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও শহিদদের স্মরণে ১ মিনিটের নিরবতা পালন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও সুদৃশ্য বেলুন ওড়ানো হয়। এরপর ক্যাম্পাসে নির্মিত অস্থায়ী স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ, বিভিন্ন বিভাগ, দপ্তর ও ছাত্রসংগঠন।
সকাল ১০:৩০ মিনিটে শুরু হয় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ -এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
এসময় অন্যান্যদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ ও রবীন্দ্র অধ্যয়ন বিভাগের শিক্ষক ড. মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।
উপাচার্য ড. মোঃ শাহ আজম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও মহান মুক্তিযুদ্ধের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদদের অবদানের কথা স্মরণ করেন। এসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সম্পর্কিত সংবাদ
                    ৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
                    আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...
                    ৪ ফেব্রুয়ারী সালমান, সানি লিওন আসছেন ঢাকায়
শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : ‘অতীতেও আমরা শাহজাদপুরের শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে নানা বিপদ-আপদ, সং... ৬ বছরে পদার্পন উপলক্ষে শনিবার (২৯ মে) দুপুরে ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং শাহজাদপুর শাখা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়...
                
                    স্বাস্থ্য 
                    ৫টি উপায়ে মনকে নিয়ন্ত্রণে রাখুন
                    
                
                    জানা-অজানা 
                    ‘করোনা প্রতিরোধে শাহজাদপুরবাসী সরকারি নির্দেশনা মেনে চলবে বলে বিশ্বাস করি!’  - হাসিবুর রহমান স্বপন এমপি
                    
                    অর্থ-বাণিজ্য 
                    ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং শাহজাদপুর শাখার ৬ বছরে পদার্পনে বর্ণাঢ্য আয়োজন
                    
