বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকীব আহমেদ (বামে) ও সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান রিন্টু (ডানে)

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের মূল লক্ষ্য অর্জনে সহায়তা, পৃষ্ঠপোষকতা ও ‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টার’ (বিটিসি) পরিচালনা করতে বাঁধনের সাবেক কর্মীদের নিয়ে গঠিত বাঁধন ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। ফাউন্ডেশনের নতুন সভাপতি হয়েছেন রকীব আহমেদ ও সাধারণ সম্পাদক হয়েছেন মীর আসাদুজ্জামান রিন্টু।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

আগামী দুই বছরের জন্য গঠিত ২৯ সদস্যের কমিটির মধ্যে সহ-সভাপতি হয়েছেন মো. শাহাদৎ হোসেন (তানভীর), নাজমুল ইসলাম ভূঁইয়া (শান্ত), মো. মেহেদী হাসান খান, সাজেদুল হায়াত, মেহেদী হাসান শিশির, কোষাধ্যক্ষ মো. আসাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মেহেদী আলী (রানা), মাজহারুল হুদা লিজন, মো. হামিমুর রশীদ হিমু, কবিরউদ্দিন আহমেদ (সুরুজ), মো. নয়ন মিয়া।

নতুন এই পরিষদের সাংগঠনিক সম্পাদক হয়েছেন লাইজু হাসান দীপা, দপ্তর সম্পাদক তারেক মাহমুদ তন্ময়, প্রচার ও জনসংযোগ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন, তথ্যপ্রযুক্তি সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মো. উজ্জল হোসেন, সহ-কোষাধ্যক্ষ এএইচএম মেহেদী হাসান (সাগর), সহ-সাংগঠনিক সম্পাদক তাপস বসু, সহ-দপ্তর সম্পাদক আশিকুজ্জামান মুকুল, সহ-প্রচার ও জনসংযোগ সম্পাদক রাসেল মাহমুদ।

এছাড়া কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্যরা হয়েছেন মো. সাইদুর রহমান ভূঁইয়া, রাশেদ মো. ইফতেখার, মো. আল ইমরান, মো. খুশবু ইসলাম, মো. শিপলুর রহমান।

এর আগে ফাউন্ডেশনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ফাউন্ডেশনের আর্থিক বিবরণী তুলে ধরেন সাবেক কোষাধ্যক্ষ মো. মেহেদি হাসান। আর করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা সরবরাহের উদ্দেশ্যে বাঁধন, বাঁধন ফাউন্ডেশন ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (জেবিসি) যৌথ উদ্যোগে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউট, গাজী গ্রুপ, ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ আরও কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠানের সহায়তায় প্লাজমা সাপোর্ট সেন্টার পরিচালনা, করোনাকালীন কঠোর লকডাউনে কর্মহীন থাকা প্রান্তিক মানুষদের বিভিন্ন জেলায় মোট এক হাজার ৮৯২টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়াসহ ফাউন্ডেশনের বিগত দুই বছরের নানা কার্যক্রম তু্লে ধরেন ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এস এম কোরবান আলী।

সাধারণ সভায় ফাউন্ডেশনের গঠনতন্ত্রের সংশোধনী উপস্থাপন করেন গঠনতন্ত্র সংশোধনী উপ-কমিটির সদস্য তাজুল ইসলাম। ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদকে নতুন গঠনতন্ত্রে ২৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদের প্রস্তাব আনেন তিনি। এতে সহ-সভাপতি পদে ২টি, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩টি, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও জনসংযোগ সম্পাদক, তথ্য-প্রযুক্তি সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদকসহ নতুন ১৪ টি পদ রাখা হয়।

এছাড়া চেয়ারম্যান পদটিকে সভাপতি ও সেক্রেটারি জেনারেল পদটিকে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন করার প্রস্তাব আনা হয়। এসময় প্রস্তাবগুলো করতালির মাধ্যমে নতুন গঠনতন্ত্র পাস করেন সদস্যরা।

এরপর মুক্ত আলোচনায় অংশ নেন সারাদেশ থেকে আসা বাঁধনের সাবেক কর্মীরা। স্মৃতিচারণাসহ বাঁধন ও ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ শাহিদুল ইসলাম রিপনের প্রতি কৃতজ্ঞতা জানান এমন মানবিক সংগঠন প্রতিষ্ঠার জন্য।

আলোচনা শেষে বার্ষিক সাধারণ সভায় সমাপনী বক্তব্য দেন বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকীব আহমেদ। তিনি বলেন, দায়িত্ব পাওয়ার পর করোনার কারণে কাজ করার তেমন সুযোগ পাইনি। ফাউন্ডেশনের যেদিন দায়িত্ব পেয়েছিলাম আমরা অনেক আশান্বিত হয়েছিলাম ভালো কিছু করার জন্য। বাঁধনের সাবেক কর্মীদের ফাউন্ডেশনে যুক্ত করে নতুন সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল। সেটাও করোনার কারণে সম্ভব হয়নি। সবার প্রতি আহ্বান জানাবো, আমরা যেন ফাউন্ডেশনের প্রতিটি কাজে সম্পৃক্ত হই। আর আগামীতে যেন সদস্যদের সংখ্যাটা বাড়ানো যায় সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

রাজনীতি

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

আন্তর্জাতিক

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

আইন-আদালত

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...

শাহজাদপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

রাজনীতি

শাহজাদপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

সিরাজগঞ্জ শাহজাদপুরে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডায়া ও বেড়াকুচাটিয়া গ্রামবাসীর উদ্যেগে ডায়া বাজারে আওয়ামী...

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

শাহজাদপুর  প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...

সব কাপুরুষের দল

সম্পাদকীয়

সব কাপুরুষের দল

মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ কেউ প্রশ্ন তুলছেন দেশ স্বাধীন হওয়ায় আমরা কি পেলাম? কিছুই পাইনি। চোর, ডাকাত, লুটেরা পেয়েছি। ব...